ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৪:৪০:১০ পিএম

নিয়মের মধ্যে তারল্য সহায়তা চায় ন্যাশনাল ব্যাংক

৪ সেপ্টেম্বর, ২০২৪ | ১২:১ পিএম

নিয়মের মধ্যে তারল্য সহায়তা চায় ন্যাশনাল ব্যাংক

ছবি: সংগ্রহীত

ন্যাশনাল ব্যাংকের সকল আর্থিক পরিস্থিতি উন্নয়নের জন্য নিয়মের মধ্যে থেকেই বাংলাদেশ ব্যাংক থেকে তারল্য সহায়তা চেয়েছে সদ্য গঠিত ব্যাংকটির পর্ষদ। গতকাল বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সাথে ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ সহায়তা চাওয়া হয়।

 

 

সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন ব্যাংকটির চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। এ সময় তিনি বলেন, ব্যাংক খাতে নানা রকম সমস্যা রয়েছে। সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা কেন্দ্রীয় ব্যাংকের কাছে সাহায্য চেয়েছি।

 

 

আমরা আমাদের সমস্যাগুলো উপস্থাপন করেছি। তারা আমাদের আশ^াস দিয়েছেন, সব রকম সাহায্য-সহযোগিতা তারা করবেন, যাতে এসব ব্যাংক তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে।

 

 

তারল্য সংকট মেটানোর জন্য কত টাকার প্রণোদনা চাওয়া হয়েছেÑ প্রশ্নের জবাবে তিনি বলেন, ব্যাংকিং আইন মেনে আমাদের যতটুকু দেওয়া যায়, ঠিক ততটুকু সাহায্য প্রয়োজন। তারল্য সহায়তা করা নিয়মের মধ্যেই আছে। তবে আমরা প্রিন্টিং মানি চাই না। বাংলাদেশ ব্যাংক সহায়তা করলে আমরা ডিসেম্বরের মধ্যে আমাদের সমস্যাগুলো সমাধান হবে। কী কী সমস্যা কেন্দ্রীয় ব্যাংকের কাছে তুলে ধরা হয়েছেÑ সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, একটা ব্যাংকের অনেক সমস্যা থাকতে পারে। অন্য ব্যাংকের যে সমস্যা থাকে, আমাদেরও ওই একই সমস্যা।

 

 

খেলাপি ঋণ নিয়ে আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, অন্য ব্যাংকের চেয়ে আমাদের খেলাপি ঋণ অনেক বেশি। এই টাকা উদ্ধার করা হবে। এ বিষয়ে কোর্টে যাওয়া হবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিয়মের মধ্যে তারল্য সহায়তা চায় ন্যাশনাল ব্যাংক