ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৩:১৬:০৩ পিএম

ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক

২৫ জানুয়ারি, ২০২৫ | ১০:৫০ এএম

অনলাইন সংস্করণ

নিলামে উঠছে সাবেক এমপিদের ২৪ গাড়ি

২৫ জানুয়ারি, ২০২৫ | ১০:৫০ এএম

নিলামে উঠছে সাবেক এমপিদের ২৪ গাড়ি

ছবি: সংগ্রহ

দ্বাদশ সংসদের সদস্যদের জন্য শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা ২৪টি গাড়ি আগামী সপ্তাহে নিলামে তোলা হবে। চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ এই গাড়িগুলো নিলামে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে, কারণ সাবেক সংসদ সদস্যরা শুল্ক-কর পরিশোধ করে গাড়িগুলো খালাস করেননি।

 

 

শুল্কমুক্ত সুবিধা বাতিল হওয়ার পর গত পাঁচ মাসে কেবল একজন সাবেক সংসদ সদস্য তার গাড়ি শুল্ক-কর দিয়ে খালাস করেছেন। অন্যান্য সদস্যরা গাড়িগুলো খালাস না করায়, কাস্টমস এখন সেগুলো নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছে। এসব গাড়ির মূল্য ৯০ লাখ থেকে ১ কোটি টাকা পরিশোধ করা হয়েছিল, আর এখন এগুলো থেকে সরকারি কোষাগারে প্রায় ১৭৫ কোটি টাকা রাজস্ব আদায়ের আশা করা হচ্ছে।

 

 

গাড়িগুলোর শুল্ক-করসহ সংরক্ষিত মূল্য ৯ কোটি ৬৭ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রথম নিলামে ৬০ শতাংশ বা তার বেশি সর্বোচ্চ দরদাতা গাড়িগুলো কিনতে পারবেন। এর মানে, প্রতিটি গাড়ির দাম ন্যূনতম ৫ কোটি ৮০ লাখ টাকা হবে এবং ২৫ শতাংশ করসহ এর দাম পড়বে ৭ কোটি ২৫ লাখ টাকা।

 

 

চট্টগ্রাম কাস্টমসের উপকমিশনার সাইদুল ইসলাম জানিয়েছেন, একেকটি গাড়িতে শুল্কমুক্ত সুবিধায় ৪ লাখ ৮০ হাজার থেকে ৫ লাখ টাকা রাজস্ব পাওয়া গেছে। নিলামের মাধ্যমে এসব গাড়ি থেকে ১৭৫ কোটি টাকার রাজস্ব আদায়ের সম্ভাবনা রয়েছে।

 

 

এই গাড়িগুলো বেশিরভাগই নতুন মডেলের, যেগুলো জাপানের টয়োটা গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান তৈরি করেছে। গাড়িগুলোর আমদানি অর্ডার দেয়ার পর প্রায় তিন থেকে চার মাসে এসব গাড়ি প্রস্তুত হয়েছিল, কিন্তু এখন এসব গাড়ি নিলামে উঠছে।

 

 

নিলামে তোলা গাড়িগুলোর বেশ কয়েকটি এখনো শুল্কমুক্ত সুবিধায় আমদানির আগে সরবরাহ করা হয়নি এবং নিলামে যাওয়া সংসদ সদস্যদের মধ্যে কিছু ব্যক্তিরা বর্তমানে আত্মগোপনে অথবা কারাগারে আছেন।

 

 

এদিকে, গত জুলাই মাসের মধ্যে ৫১ জন সাবেক সংসদ সদস্য শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানির ঋণপত্র খোলেন, এবং তাদের মধ্যে ছয়জন শুল্ক-কর পরিশোধ করে গাড়ি খালাস করেছিলেন। এই ছয়জনের মধ্যে ছিলেন, সৈয়দ সায়েদুল হক, সাকিব আল হাসান, ফয়জুর রহমান, আবুল কালাম, ফেরদৌস আহমেদ এবং গোলাম ফারুক।

 

 

এখন, কাস্টমস কর্তৃপক্ষ এই গাড়িগুলো নিলামে তোলার মাধ্যমে সরকারি কোষাগারে রাজস্ব সংগ্রহের উদ্দেশ্যে বিক্রি করবে

নিলামে উঠছে সাবেক এমপিদের ২৪ গাড়ি