ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫ - ৮:১৪:২১ এএম

নীলফামারীর সৈয়দপুরে ফুলকপির দাম হালি মাত্র ১০ টাকা, চাষিরা লোকসানে

৩০ ডিসেম্বর, ২০২৪ | ৩:২৪ পিএম

নীলফামারীর সৈয়দপুরে ফুলকপির দাম হালি মাত্র ১০ টাকা, চাষিরা লোকসানে

ছবি: সংগ্রহীত

নীলফামারীর সৈয়দপুরে ফুলকপির দাম এ বছর রেকর্ড কম। প্রতি হালি ফুলকপি বিক্রি হচ্ছে মাত্র ১০ টাকায়। এই দামে চাষিরা উৎপাদন খরচও তুলতে পারছেন না। পাইকারি বাজারে এই চিত্র আজ সোমবার দেখা গেছে। বাইপাস সড়কের দুটি পাইকারি বাজারে লোকজন নিজের ও গবাদি পশুকে খাওয়ানোর জন্য ফুলকপি কিনছেন বস্তায় ভরে।

 

 

চৌমহনী বাজারে ১০ টাকা হালিতে ফুলকপি কিনছেন ক্রেতারা। লক্ষণপুর চড়কপাড়ার বাসিন্দা হারুন মিয়া বলেন, ‘‘গরু-ছাগলকে খাওয়ানোর জন্য চার হালি কপি কিনেছি। এত কম দামে শাক-সবজি পাওয়াটা খুবই অস্বাভাবিক।’’

 

 

সৈয়দপুরের কোতলাগাড়ি, বোতলাগাড়ি, সোনাখুলি ও বকপাড়া এলাকায় ফুলকপিসহ বিভিন্ন শাক-সবজি চাষ হয়। ওই এলাকার কৃষক শামছুল আলম বলেন, ‘‘মৌসুমের শুরুতে প্রতি কেজি কপি ২০০ টাকায় বিক্রি হয়েছে। যারা আগাম ফসল তুলেছেন, তারা লাভ করেছেন। কিন্তু এখন এত কম দামে বিক্রি করতে হচ্ছে যে জমি থেকে তোলার খরচও উঠে আসছে না।’’

 

 

সৈয়দপুর উপজেলা কৃষি কর্মকর্তা ধীমান ভূষণ জানান, সৈয়দপুরে শাক-সবজির ব্যাপক চাষ হয়। কৃষকরা নিজের প্রয়োজন মিটিয়ে বাইরের জেলাতেও সরবরাহ করেন। তিনি বলেন, ‘‘ফুলকপির দাম কিছুটা কমলেও অন্যান্য শাক-সবজিতে কৃষকরা লাভবান হচ্ছেন।’’

 

 

নীলফামারীর সৈয়দপুরে ফুলকপির অস্বাভাবিক দাম হ্রাস কৃষকদের জন্য হতাশাজনক। মৌসুমের শুরুতে ভালো দাম পেলেও এখন এত কম দামে বিক্রি হওয়ায় চাষিরা লোকসানের মুখে। কৃষি বিশেষজ্ঞরা মনে করছেন, শাক-সবজির বাজারে ভারসাম্য আনতে সরকারি নীতিমালা প্রণয়ন জরুরি।

নীলফামারীর সৈয়দপুরে ফুলকপির দাম হালি মাত্র ১০ টাকা, চাষিরা লোকসানে