ঢাকা শনিবার, ৫ জুলাই, ২০২৫ - ১১:২৭:০৪ এএম

ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক

২৪ ফেব্রুয়ারি, ২০২৫ | ৯:৪১ এএম

অনলাইন সংস্করণ

নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু জুনে

২৪ ফেব্রুয়ারি, ২০২৫ | ৯:৪১ এএম

নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু জুনে

ছবি: সংগ্রহ

ত্রিপাক্ষিক চুক্তি অনুযায়ী, আগামী জুন থেকে নেপাল থেকে ভারত হয়ে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। চলতি বছরের জুন থেকে নভেম্বর পর্যন্ত পাঁচ মাসে ৪০ মেগাওয়াট জলবিদ্যুৎ রপ্তানি করবে নেপাল। রবিবার সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী এ তথ্য জানান।

 

 

তিনি বলেন, "এ বছর জুন থেকে নভেম্বর পর্যন্ত নেপাল থেকে ভারত হয়ে বাংলাদেশ ৪০ মেগাওয়াট বিদ্যুৎ পাবে। ভবিষ্যতে বিদ্যুৎ রপ্তানির পরিমাণ আরও বাড়বে বলে আমরা আশা করছি।"

 

 

নেপালের রাষ্ট্রদূত বাংলাদেশ-নেপাল সম্পর্ককে ঐতিহাসিক এবং চমৎকার উল্লেখ করে বলেন, "নেপাল বাংলাদেশ থেকে কৃষিজাত পণ্য আমদানি করে থাকে এবং আমাদের দু'দেশের সম্পর্ক শক্তিশালী হয়ে উঠছে।"

 

 

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের মন্তব্য, "দু’দেশের অর্থনৈতিক উন্নয়নে সম্পর্ক বাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৌশলগত অংশীদারিত্ব নিশ্চিত করতে বাংলাদেশ দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করতে আগ্রহী।" তিনি আরও বলেন, "দু'দেশের বাণিজ্য পরিধি বাড়ানোর মাধ্যমে উভয় দেশই লাভবান হবে

নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু জুনে