ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
৭ মে, ২০২৪ | ২:৪৩ পিএম
অনলাইন সংস্করণ
এ সম্পর্কিত আরো খবর
নেপালে ইন্টারনেট সেবা বন্ধ করলো এয়ারটেল
৭ মে, ২০২৪ | ২:৪৩ পিএম
![নেপালে ইন্টারনেট সেবা বন্ধ করলো এয়ারটেল](https://i.vatbondhu.com/images/original-webp/2024/05/07/20240507144257_original_webp.webp)
নেপালি প্রাইভেট আইএসপিগুলোর কাছে পাওনা বকেয়া থাকায় দেশটিতে ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে ভারতের শীর্ষস্থানীয় টেলিকমিউনিকেশন কোম্পানি এয়ারটেল। বৃহস্পতিবার ৫ ঘণ্টার জন্য ইন্টারনেট সংযোগ বন্ধ ছিল। পরে বকেয়া পরিশোধের আশ্বাস পেয়ে ইন্টারনেট সংযোগ আবার স্বাভাবিক করে এয়ারটেল।
আরও পড়ুন
জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় পুরো নেপালে ইন্টারনেট সেবা কয়েক ঘণ্টার জন্য হঠাৎ করে ব্যাহত হয়। নেপালের বেসরকারি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের (আইএসপি) আপস্ট্রিম সেবা বন্ধ করার পর দেশটিকে ইন্টারনেট যোগাযোগে বড় ধরনের সংকটের মধ্যে পড়েন গ্রাহকরা।
নেপালের ইন্টারনেট সেবা সরবরাহকারী সংস্থার সভাপতি সুধীর পারাজুলি বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেন, এয়ারটেল বৃহস্পতিবার থেকে নেপালের আপস্ট্রিম সেবাগুলো বন্ধ করে দিয়েছে। বিকাল ৫টার দিকে সংযোগে বিঘ্ন শুরু হলেও প্রায় পাঁচ ঘণ্টা পর তা আবার চালু হয়।
নেপালি আইএসপিগুলোর কাছে এয়ারটেলের পাওনা তিনশ কোটি টাকার বেশি। পারাজুলির মতে, এয়ারটেল নেপালে প্রায় ৭০ শতাংশ আপস্ট্রিম সংযোগ দিয়ে থাকে।
![নেপালে ইন্টারনেট সেবা বন্ধ করলো এয়ারটেল](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)