ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫ - ৭:১৯:১৯ এএম

পণ্যের জোগান বৃদ্ধি না পেলে মূল্যস্ফীতি কমবে না

২৯ ডিসেম্বর, ২০২৪ | ১:৮ পিএম

পণ্যের জোগান বৃদ্ধি না পেলে মূল্যস্ফীতি কমবে না

ছবি: সংগ্রহীত

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মুনসুর বলেছেন, ‘‘ব্যাংকিং খাতে অর্জন যেমন আছে, তেমনি ব্যর্থতাও রয়েছে। তবে এই ব্যর্থতার জন্য কোনো একক গোষ্ঠী দায়ী নয়। এখানে সবারই কমবেশি ভূমিকা রয়েছে।’’

 

 

আজ রবিবার রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) গোল্ডেন জুবিলি উপলক্ষে আয়োজিত এক সভায় তিনি এ মন্তব্য করেন।

 

গভর্নর বলেন, ‘‘আমাদের ব্যাংকিং খাত দ্রুত ঘুরে দাঁড়াচ্ছে এবং বিকশিত হচ্ছে। তবে এটি টেকসই করতে হলে আমানতকারী এবং বিনিয়োগকারীদের সুরক্ষা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।’’

 

 

তিনি আরও উল্লেখ করেন, ‘‘প্রথম দিকে ১০টি ব্যাংক দেউলিয়ার পথে ছিল। তবে এখন তারা ঘুরে দাঁড়িয়েছে। যারা ব্যাংকিং খাতের ধস নিয়ে চিন্তিত ছিলেন, তাদের জন্য এটি একটি বড় অর্জন। বর্তমানে এসব ব্যাংক আর পড়ে যাবে না।’’

 

 

গভর্নর ড. মুনসুর বলেন, ‘‘রাষ্ট্রের অর্থনীতি পুনর্গঠন করতে হলে ব্যাংকিং খাতকেও পুনর্গঠন করতে হবে। আমাদের অর্থনীতিতে বৈশ্বিক বাণিজ্যে বিশাল ঘাটতি এবং রিজার্ভ পতনের মতো সংকট ছিল। তবে আমরা সেখান থেকে অনেকটা বেরিয়ে এসেছি।’’

 

 

তিনি জানান, ‘‘বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ আর কমছে না। গত আগস্ট মাসের পর থেকে ব্যাংক আর কোনো ডলার বিক্রি করেনি। এখন রিজার্ভ শুধু বাড়বে।’’

 

 

গভর্নর বলেন, ‘‘আমাদের অর্থনীতি ধীরে ধীরে স্থিতিশীল হচ্ছে। তবে এ স্থিতিশীলতাকে টেকসই করতে ব্যাংকিং খাতের সংস্কার অব্যাহত রাখতে হবে। আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টাই এই খাতকে শক্তিশালী করবে।’’

 

গভর্নরের বক্তব্যে উঠে এসেছে ব্যাংকিং খাতের অর্জন এবং চ্যালেঞ্জের বিষয়গুলো। তিনি জোর দিয়ে বলেছেন, ‘‘অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠার জন্য আমানতকারী এবং বিনিয়োগকারীদের সুরক্ষা নিশ্চিত করা অপরিহার্য।’’ এ জন্য সঠিক নীতি গ্রহণ এবং কার্যকর পদক্ষেপের ওপর জোর দিতে হবে।

পণ্যের জোগান বৃদ্ধি না পেলে মূল্যস্ফীতি কমবে না