ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১১ জানুয়ারি, ২০২৫ | ৩:২৪ পিএম
অনলাইন সংস্করণ
পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে বাজারে তদারকি করছে ৫ টিম
১১ জানুয়ারি, ২০২৫ | ৩:২৪ পিএম
![পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে বাজারে তদারকি করছে ৫ টিম](https://i.vatbondhu.com/images/original-webp/2025/01/11/20250111152352_original_webp.webp)
ছবি: সংগ্রহ
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে এবং সরবরাহ স্বাভাবিক রাখার উদ্দেশ্যে আজ শনিবার (১১ জানুয়ারি) সারা দেশে বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করছে ভোক্তা অধিকার ও বাণিজ্য মন্ত্রণালয়ের ৫টি পৃথক টিম।
ঢাকা মহানগরসহ সারা দেশে এই অভিযান পরিচালনা করা হচ্ছে, যার মধ্যে ঢাকা মেট্রোপলিটন এলাকায় অধিদপ্তরের ৫ জন কর্মকর্তার নেতৃত্বে ৫টি টিম কাজ করছে। নেতৃত্বে রয়েছেন ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক বিকাশ চন্দ্র দাস। নেতৃত্বে রয়েছেন সহকারী পরিচালক নাসরিন আক্তার। নেতৃত্বে রয়েছেন ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুস সালাম। নেতৃত্বে রয়েছেন সহকারী পরিচালক ইন্দ্রানী রায়। নেতৃত্বে রয়েছেন প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ আলম।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই অভিযানটি মূলত আলু, পেঁয়াজ, চাল, ডাল, চিনি এবং ভোজ্য তেলের মতো নিত্যপণ্যের বাজার মূল্য নিয়ন্ত্রণ এবং সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করার লক্ষ্যে পরিচালিত হচ্ছে। এসব টিম বাজারে পণ্যের মজুদ, মূল্য এবং মান যাচাই করছেন, যাতে অবৈধ মজুদদাররা এবং অসাধু ব্যবসায়ীরা পণ্যের দাম বাড়ানোর সুযোগ না পায়।
এছাড়া, এই অভিযানটি বাজারে মূল্য স্থিতিশীল রাখার জন্য নিয়মিতভাবে পরিচালিত হবে, যাতে ভোক্তাদের জন্য নিত্যপণ্য সহজলভ্য ও সাশ্রয়ী হয়।
- ট্যাগ সমূহঃ
- পণ্যের মূল্য
- স্থিতিশীল
- রাখতে
- বাজারে
- তদারকি
![পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে বাজারে তদারকি করছে ৫ টিম](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)