ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৩:৫৪:১৭ পিএম

পদ্মা সেতু হয়ে ঢাকায় নতুন ট্রেন

২৫ ডিসেম্বর, ২০২৪ | ৬:৪৪ এএম

পদ্মা সেতু হয়ে ঢাকায় নতুন ট্রেন

ছবি: সংগ্রহ

খুলনা থেকে নড়াইল হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকার এসে পৌঁছেছে ঢাকা-খুলনা-ঢাকা রুটের নতুন ট্রেন ‘জাহানাবাদ এক্সপ্রেস’।

 

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় এই ট্রেন ঢাকা রেলওয়ে স্টেশনে এসে থামে। এর আগে সকাল ৬টায় ৫৫৩ জন যাত্রী নিয়ে খুলনা থেকে ট্রেনটি ছাড়ে।

 

এদিকে সকাল ১০টায় ঢাকা রেলওয়ে স্টেশনে ট্রেনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মাদ ফাওজুল কবির খান।


ঢাকা থেকে খুলনা পর্যন্ত ট্রেনের ভাড়া নির্ধারণ করা হয়েছে- শোভন চেয়ার ৪৪৫ টাকা, স্নিগ্ধা (এসি চেয়ার) ৮৫১ টাকা ও এসি সিট ১০১৮ টাকা। নতুন এই রুটে ২১২ কিলোমিটার দূরত্ব কমার পাশাপাশি যাত্রীদের সাশ্রয় হচ্ছে সময়, কমেছে ভাড়াও।

 

খুলনা রেলওয়ের ভারপ্রাপ্ত স্টেশনমাস্টার আশিক আহমেদ জানান, ট্রেনটিতে ১২টি বগি রয়েছে। এর মধ্যে ১১টি যাত্রীবাহী ও ১টি পণ্যবাহী। ১১টি বগিতে আসনসংখ্যা ৭৬৮টি। ঢাকা-খুলনা রুটে শোভন চেয়ার ভাড়া (ভ্যাট ছাড়া) ৪৪৫ টাকা, স্নিগ্ধা ভাড়া ৭৪০ টাকা, এসি আসন ভাড়া ৮৮৫ টাকা এবং এসি বার্থ শ্রেণির ভাড়া ১ হাজার ৩৩০ টাকা।

 

রেলের দেওয়া সময়সূচি অনুসারে, জাহানাবাদ এক্সপ্রেস সাপ্তাহিক বন্ধ ছাড়া প্রতিদিন সকাল ৬টায় খুলনা থেকে ছেড়ে নোয়াপাড়া, সিঙ্গিয়া, নড়াইল, লোহাগড়া, কাশিয়ানী, ভাঙ্গা জংশন হয়ে সকাল ৯টা ৪৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে। আর ঢাকা থেকে রাত ৮টায় ছেড়ে রাত ১১টা ৪০ মিনিটে খুলনা পৌঁছাবে।

পদ্মা সেতু হয়ে ঢাকায় নতুন ট্রেন