ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫ - ৭:১২:৫৯ এএম

  • ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫ - ৭:১২:৫৯ এএম

  • সর্বশেষ

পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও স্থিতিশীল উৎপাদন বজায় রেখেছে আলরোসা

১২ মে, ২০২৪ | ৮:৫১ এএম

পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও স্থিতিশীল উৎপাদন বজায় রেখেছে আলরোসা

কঠোর পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও স্থিতিশীল উৎপাদন বজায় রেখেছে রুশ মালিকানাধীন ইউরোপের বৃহত্তম হীরা উৎপাদনকারী কোম্পানি আলরোসা। পশ্চিমা নিষেধাজ্ঞা আরো কঠোর হলেও হীরা উৎপাদন কমানোর কোনো পরিকল্পনা নেই বলে সম্প্রতি জানিয়েছেন এ কোম্পানির প্রধান নির্বাহী পাভেল মারিনিচেভ। খবর রয়টার্স।

 

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে আলরোসার অফিশিয়াল চ্যানেলে দেয়া এক পোস্টে পাভেল মারিনিচেভ বলেন, ‘‌কোম্পানিতে বিভিন্ন বিষয়ে বৈচিত্র্য আনা যায় কিনা সে বিষয়ে আমরা নজর দিচ্ছি। পশ্চিমা নিষেধাজ্ঞায় উৎপাদন বন্ধ করে দেয়া নয় বরং আরো বিকাশ করার চেষ্টা করছি।’

 


এছাড়া গত মাসে রাশিয়ার অর্থ মন্ত্রণালয় জানিয়েছিল, নিষেধাজ্ঞার অধীনে থাকা আলরোসা থেকে নিয়মিতভাবে হীরা কিনবে রুশ সরকার। এক্ষেত্রে রাষ্ট্রীয় তহবিল ব্যবহার করা হবে। পশ্চিমা দেশগুলোর দেয়া নিষেধাজ্ঞার কারণে হীরা রফতানিতে কিছুটা নেতিবাচক প্রভাব দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে আলরোসার বাণিজ্যিক কার্যক্রম গতিশীল রাখতেই কোম্পানিটি থেকে হীরা কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

 

জি৭ভুক্ত দেশগুলো গত জানুয়ারিতে রাশিয়া থেকে সরাসরি হীরা আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। পরবর্তী সময়ে ইউরোপীয় ইউনিয়ন ও জি৭ভুক্ত দেশগুলো অন্য কোনো দেশ থেকেও রাশিয়ায় উৎপাদিত হীরা আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে, যা গত মাস থেকে কার্যকর হয়েছে।

পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও স্থিতিশীল উৎপাদন বজায় রেখেছে আলরোসা