ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১ জানুয়ারি, ২০২৫ | ১০:৪১ এএম
অনলাইন সংস্করণ
পাঁচ দিন বন্ধ থাকবে ডাচ্-বাংলা ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম
১ জানুয়ারি, ২০২৫ | ১০:৪১ এএম
![পাঁচ দিন বন্ধ থাকবে ডাচ্-বাংলা ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম](https://i.vatbondhu.com/images/original-webp/2025/01/01/20250101102856_original_webp.webp)
ছবি: সংগ্রহ
নতুন কোর ব্যাংকিং সফটওয়্যারে মাইগ্রেশনের কাজ সম্পাদনের লক্ষ্যে ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের কোর ব্যাংকিং কার্যক্রম আগামী পাঁচ দিন বন্ধ থাকবে। তবে ক্রেডিট কার্ড এবং মোবাইল ব্যাংকিং সেবা রকেটের লেনদেন চালু থাকবে।
কোর ব্যাংকিং কার্যক্রম ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৫ জানুয়ারি পর্যন্ত। এজেন্ট ব্যাংকিং সেবা ২০২৪ সালের ৩০ ডিসেম্বর থেকে ২০২৫ সালের ৫ জানুয়ারি পর্যন্ত।
ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি নতুন কোর ব্যাংকিং সফটওয়্যারে মাইগ্রেশনের জন্য বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করেছিল। বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডিওএস) সেই আবেদন অনুমোদন করেছে।
বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারা অনুযায়ী এই সম্মতি প্রদান করা হয়েছে। সংশ্লিষ্ট নির্দেশনা দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে প্রেরণ করা হয়েছে।
সাময়িকভাবে বন্ধ থাকছে ব্যাংকের কোর ব্যাংকিং কার্যক্রম, যার মধ্যে শাখা থেকে নগদ জমা-উত্তোলন, চেক ক্লিয়ারিং এবং অন্যান্য লেনদেন অন্তর্ভুক্ত। এজেন্ট ব্যাংকিং সেবা, যা গ্রাহকদের বিশেষত গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে লেনদেন সহজ করত। তবে এই সময়ে ক্রেডিট কার্ড লেনদেন এবং মোবাইল ব্যাংকিং রকেট নিরবচ্ছিন্ন থাকবে।
ডাচ্-বাংলা ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, এই কার্যক্রম সম্পন্ন হলে গ্রাহকদের আরও উন্নত ও সুরক্ষিত সেবা প্রদান করা সম্ভব হবে।
ব্যাংকটি গ্রাহকদের কাছে আগেই লেনদেন সংক্রান্ত পরিকল্পনা করার অনুরোধ জানিয়েছে, যাতে সাময়িক অসুবিধা থেকে রক্ষা পাওয়া যায়।
নতুন কোর ব্যাংকিং সফটওয়্যার স্থাপনের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রমের দক্ষতা বৃদ্ধি এবং গ্রাহক সেবার মান উন্নয়নই ডাচ্-বাংলা ব্যাংকের লক্ষ্য।
এজেন্ট ব্যাংকিং ও কোর ব্যাংকিং সেবা বন্ধ থাকায় গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য ব্যাংক কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
- ট্যাগ সমূহঃ
- পাঁচ
- দিন
- বন্ধ
- ডাচ্-বাংলা
- ব্যাংক
![পাঁচ দিন বন্ধ থাকবে ডাচ্-বাংলা ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)