ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৭:৫৩:০৩ পিএম

পাঁচ দিন বন্ধ থাকবে ন্যাশনাল ব্যাংকের লেনদেন

২৬ ডিসেম্বর, ২০২৪ | ১১:২৭ এএম

পাঁচ দিন বন্ধ থাকবে ন্যাশনাল ব্যাংকের লেনদেন

ছবি: সংগ্রহ

বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক প্রজ্ঞাপন অনুযায়ী, কোর ব্যাংকিং সফটওয়্যার হালনাগাদ করার জন্য ন্যাশনাল ব্যাংকের সব ধরনের লেনদেন আগামী ৩১ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে।

 

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, “পাঁচ দিন ন্যাশনাল ব্যাংকের সব ধরনের ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। এই সময় গ্রাহকরা কোনো ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন না।”

 

 

এর আগে ডাচ-বাংলা ব্যাংকের লেনদেন সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দেয় বাংলাদেশ ব্যাংক। ব্যাংকের কোর ব্যাংকিং সফটওয়্যারে মাইগ্রেশনের কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য ১ জানুয়ারি থেকে ৫ জানুয়ারি পর্যন্ত লেনদেন বন্ধ থাকবে।

 

ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সার্ভিস ৩০ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। ব্যাংকের শাখা ও এটিএম বুথগুলোও এ সময় সেবা দেবে না। তবে, ক্রেডিট কার্ড ও মোবাইল ব্যাংকিং সেবা রকেট চালু থাকবে।

 


কোর ব্যাংকিং সফটওয়্যার হালনাগাদ গ্রাহকদের আরও উন্নত, নির্ভুল এবং দ্রুত সেবা নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ। তবে এ প্রক্রিয়ায় সাময়িক অসুবিধার জন্য ব্যাংক কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।

 

পাঁচ দিন বন্ধ থাকবে ন্যাশনাল ব্যাংকের লেনদেন