ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
৮ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:৬ এএম
অনলাইন সংস্করণ
পাঁচ বছরে প্রথমবার সুদহার কমল ভারতে
৮ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:৬ এএম
![পাঁচ বছরে প্রথমবার সুদহার কমল ভারতে](https://i.vatbondhu.com/images/original-webp/2025/02/08/20250208100635_original_webp.webp)
ছবি: সংগ্রহ
প্রায় পাঁচ বছরে প্রথমবার সুদহার কমিয়েছে ভারতের কেন্দ্রীয় ব্যাংক। বিশ্বের জনবহুল দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি পুনরুদ্ধার এবং সামগ্রিক মন্থরতা প্রতিহত করার অংশ হিসেবে এ পদক্ষেপ নেয়া হয়েছে।
গতকাল রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিএ) মুদ্রানীতিসংক্রান্ত পর্যালোচনা বৈঠকে রেপো হার দশমিক ২৫ শতাংশীয় পয়েন্ট কমিয়ে ৬ দশমিক ২৫ শতাংশে নামিয়ে আনার সিদ্ধান্ত হয়। এর আগে রয়টার্সের জরিপে অংশ নেয়া অর্থনীতিবিদদের ৭০ শতাংশই এ সুদহারের পূর্বাভাস দেন।
গত ডিসেম্বরে রাজস্ব সচিব থেকে ভারতের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের দায়িত্ব নেন সঞ্জয় মালহোত্রা। গতকাল গর্ভনর হিসেবে প্রথমবার মুদ্রানীতি পর্যালোচনা বৈঠকে অংশ নেন তিনি। পরে সঞ্জয় মালহোত্রা বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে শিথিল আর্থিক নীতি বেশ উপযোগী।’
গত ডিসেম্বরে ভারতের মূল্যস্ফীতি ছিল ৫ দশমিক ২ শতাংশ। সঞ্জয় মালহোত্রা আশা করছেন, সামনের মাসগুলোয় মূল্যস্ফীতি আরো কমতে থাকবে।
ভারতের নীতিনির্ধারকরা ধীরগতির অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করছেন। বড় অর্থনীতির মধ্যে দেশটি এখনো দ্রুততম জিডিপি প্রবৃদ্ধি অর্জন করছে। তবে উচ্চ মূল্যস্ফীতি, স্থবির মজুরি, দুর্বল ভোক্তাব্যয় ও সাম্প্রতিক করপোরেট আয়ের হতাশাজনক চিত্র চ্যালেঞ্জ হিসেবে অর্থনীতিকে ভোগাচ্ছে।
গত সেপ্টেম্বরে শেষ হওয়া প্রান্তিকে ভারতের জিডিপি প্রবৃদ্ধি কমে ৫ দশমিক ৪ শতাংশে নেমে এসেছে, যা প্রায় দুই বছরে সর্বনিম্ন। সরকার ২০২৪-২৫ অর্থবছরে ৬ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে, যা গত চার বছরে সর্বনিম্ন এবং ২০২৩-২৪ অর্থবছরের ৮ দশমিক ২ শতাংশ থেকে অনেক কম।
- ট্যাগ সমূহঃ
- সুদহার
![পাঁচ বছরে প্রথমবার সুদহার কমল ভারতে](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)