ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৯:১০:১২ এএম

পাঁচ মাসে স্কুল ব্যাংকিংয়ে আমানত কমেছে ২৮৫ কোটি টাকা

২২ জানুয়ারি, ২০২৫ | ৪:২২ পিএম

পাঁচ মাসে স্কুল ব্যাংকিংয়ে আমানত কমেছে ২৮৫ কোটি টাকা

ছবি: সংগ্রহ

২০২৪-২৫ অর্থবছরের শুরু থেকে বাংলাদেশের স্কুল ব্যাংকিংয়ে শিক্ষার্থীদের সঞ্চয় ধারাবাহিকভাবে কমতে শুরু করেছে। এক মাসের ব্যবধানে স্কুল ব্যাংকিংয়ে সঞ্চয়ের পরিমাণ কমেছে প্রায় ৪৬ কোটি টাকা, এবং গত পাঁচ মাসে সঞ্চয় কমেছে ২৮৫ কোটি টাকা।

 

 

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের নভেম্বর মাসে স্কুল ব্যাংকিংয়ে শিক্ষার্থীদের আমানত ছিল ২ হাজার ৪১ কোটি টাকা, যা অক্টোবর মাসে ছিল ২ হাজার ৮৭ কোটি টাকা। এর মানে এক মাসে আমানত কমেছে ৪৬ কোটি টাকা।

 

 

এছাড়া, ২০২৩ সালের নভেম্বর মাসের চেয়ে ২০২৪ সালের নভেম্বরে আমানতের পরিমাণ প্রায় ১৫৮ কোটি টাকা কমেছে। গত জুন মাসে শিক্ষার্থীদের আমানত ছিল ২ হাজার ৩২৫ কোটি টাকা, যার পরবর্তী পাঁচ মাসে কমে ২ হাজার ৪১ কোটি টাকায় দাঁড়িয়েছে।

 

 

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে শিক্ষার্থীদের ব্যাংক আমানতের পরিমাণ ছিল ২ হাজার ২০০ কোটি টাকা, যা আগস্টে ২ হাজার ১৭২ কোটি এবং সেপ্টেম্বরে ২ হাজার ১৩৫ কোটি টাকায় নেমে আসে। অর্থাৎ, পুরো অর্থবছরজুড়ে স্কুল শিক্ষার্থীদের সঞ্চয়ে ধীরে ধীরে কমতির প্রবণতা দেখা গেছে।

 

 

এছাড়া, নভেম্বর মাস শেষে ব্যাংক হিসাব সংখ্যা ছিল ৪৩ লাখ ৪২ হাজার ২৫৯টি, যা আগের মাসে ছিল ৪৩ লাখ ৬৪ হাজার ২৫৯টি। অর্থাৎ এক মাসে হিসাব সংখ্যা কমেছে প্রায় ২২ হাজার।

 

 

খাত সংশ্লিষ্টরা জানিয়েছেন, শিক্ষার্থীরা তাদের সঞ্চয় ভেঙে ফেলছেন এবং নতুন হিসাব খোলার চেয়ে পুরনো হিসাব থেকে বেশি টাকা উত্তোলন করছেন। তারা বলছেন, আর্থিক চাপের কারণে শিক্ষার্থীরা নিয়মিত খরচ মেটাতে সঞ্চয় ভাঙতে বাধ্য হচ্ছেন।

 

 

এদিকে, ব্যাংকাররা জানিয়েছেন, বছরের শুরু কিংবা শেষের দিকে অনেকেই টাকা উত্তোলন করেন, বিশেষত পর্যটন এলাকায় ভ্রমণের জন্য অথবা শিক্ষাপ্রতিষ্ঠানের বকেয়া পরিশোধের জন্য। তবে পুরো বছরের সঞ্চয়ে কমতির প্রবণতা শিক্ষার্থীদের জন্য আর্থিক চ্যালেঞ্জ তৈরি করছে।

 

 

২০১০ সালে কেন্দ্রীয় ব্যাংক শিক্ষার্থীদের আর্থিক ব্যবস্থাপনায় সহায়তা ও সঞ্চয়ের অভ্যাস তৈরি করতে স্কুল ব্যাংকিং কার্যক্রম চালু করে। বর্তমানে ৫৯টি ব্যাংক স্কুল ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে এবং ১১ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীরা এই সুবিধা পেতে পারেন।

পাঁচ মাসে স্কুল ব্যাংকিংয়ে আমানত কমেছে ২৮৫ কোটি টাকা