ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
৫ জানুয়ারি, ২০২৫ | ৫:১০ পিএম
অনলাইন সংস্করণ
পাঁচ সংস্কার কমিশনের প্রতিবেদন ১৫ জানুয়ারি
৫ জানুয়ারি, ২০২৫ | ৫:১০ পিএম
![পাঁচ সংস্কার কমিশনের প্রতিবেদন ১৫ জানুয়ারি](https://i.vatbondhu.com/images/original-webp/2025/01/05/20250105164840_original_webp.webp)
ছবি: সংগ্রহ
রাজধানীর মাইডাস সেন্টারে অন্তর্বর্তী সরকারের চার উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন সংস্কার কমিশনের প্রধানরা। বৈঠকে কমিশনগুলোর প্রধানরা তাদের কাজের অগ্রগতি তুলে ধরেন এবং প্রথম ধাপে গঠন করা ছয়টি সংস্কার কমিশনের মধ্যে পাঁচটি কমিশন ১৫ জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন জমা দেওয়ার কথা জানিয়েছে। অন্যদিকে, বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদনের জন্য সময়সীমা ৩১ জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
এ বৈঠকটি অনুষ্ঠিত হয় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) কার্যালয়ে। বৈঠকে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।
সূত্র জানায়, কমিশনগুলোর প্রতিবেদন পাওয়ার পর সংশ্লিষ্ট সংস্কারের জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হতে পারে। এ সংলাপের প্রস্তুতির অংশ হিসেবে জাতীয় ঐকমত্য কমিশন, যার নেতৃত্বে রয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, কমিশনগুলোর কাজের অগ্রগতি নিয়ে বৈঠকটি আয়োজন করেছে।
বৈঠকে সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত না হলেও কমিশনগুলোর প্রধানরা নিজেদের অভিজ্ঞতা ও কাজের অগ্রগতি তুলে ধরেছেন। দ্বিতীয় ধাপে গঠিত পাঁচটি কমিশনের প্রধানরা প্রথম ধাপের কমিশনগুলোর প্রধানদের কাছ থেকে অভিজ্ঞতা শুনেছেন।
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ, দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান ইফতেখারুজ্জামান, গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ, এছাড়া অন্যান্য সংশ্লিষ্ট কমিশনের সদস্যরা।
সংস্কারের প্রক্রিয়া এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে রাজনৈতিক সংলাপ ও সহযোগিতা আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যা দেশের শাসন ব্যবস্থায় দীর্ঘমেয়াদী পরিবর্তনের একটি অংশ হিসেবে দেখা হচ্ছে।
![পাঁচ সংস্কার কমিশনের প্রতিবেদন ১৫ জানুয়ারি](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)