ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
৩১ ডিসেম্বর, ২০২৪ | ৪:৩৮ পিএম
অনলাইন সংস্করণ
পাকিস্তান থেকে খাদ্যশস্য আমদানির বিষয়ে আলোচনা
৩১ ডিসেম্বর, ২০২৪ | ৪:৩৮ পিএম
ছবি: সংগ্রহ
পাকিস্তান থেকে সরকার-টু-সরকার (জি টু জি) ভিত্তিতে খাদ্যশস্য আমদানির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।
আজ মঙ্গলবার সচিবালয়ে পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফের সঙ্গে সাক্ষাৎকালে এই আলোচনা অনুষ্ঠিত হয়। সাক্ষাৎ শেষে খাদ্য উপদেষ্টা বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।
আলী ইমাম মজুমদার বলেন, 'দ্বিপক্ষীয় স্বার্থ-সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়েছে। পাকিস্তান থেকে জি টু জি ভিত্তিতে খাদ্যশস্য আমদানির বিষয়টিও গুরুত্ব সহকারে আলোচিত হয়েছে।'
সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন, পাকিস্তান হাইকমিশনের বাণিজ্য ও বিনিয়োগ সংযুক্তি কর্মকর্তা জাইন আজিজ। খাদ্যসচিব মো. মাসুদুল হাসান। খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক। সংশ্লিষ্ট অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। খাদ্য নিরাপত্তায় নতুন দিক।
সরকারি পর্যায়ে খাদ্যশস্য আমদানির এই আলোচনা দুই দেশের সম্পর্ক উন্নয়নের পাশাপাশি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
খাদ্যশস্য আমদানিতে পাকিস্তানের সঙ্গে আলোচনার বিষয়টি বাংলাদেশের খাদ্য নিরাপত্তা এবং বাণিজ্যিক অংশীদারিত্বের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দিক উন্মোচন করতে পারে।