ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ২:১২:৩১ পিএম

পাকিস্তানের সঙ্গে সরাসরি ফ্লাইট চালুর ঘোষণা বাংলাদেশ হাইকমিশনারের

২৬ জানুয়ারি, ২০২৫ | ১২:৩ পিএম

পাকিস্তানের সঙ্গে সরাসরি ফ্লাইট চালুর ঘোষণা বাংলাদেশ হাইকমিশনারের

ছবি: সংগ্রহ

বাংলাদেশের পাকিস্তানে নিযুক্ত হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হুসেইন পাকিস্তানের সঙ্গে সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনার কথা ঘোষণা করেছেন। এর মাধ্যমে উভয় দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।

 

 

গতকাল শনিবার (২৫ জানুয়ারি) পাকিস্তানের কাইবার-পাখতুনখাওয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। তিনি বলেন, সরাসরি বিমান যোগাযোগ শুরু হলে পর্যটন, শিক্ষা, বাণিজ্যসহ বিভিন্ন খাতে দুই দেশের সহযোগিতা বৃদ্ধি পাবে।

 

 

হাইকমিশনার আরও উল্লেখ করেন, বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে সম্পর্ক ঐতিহাসিক ও গভীর। তিনি আশা করেন, এই ধরনের পদক্ষেপ দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করবে এবং নতুন দিগন্ত উন্মোচন করবে।

 

 

ইকবাল হুসেইন বাংলাদেশের মত প্রকাশের স্বাধীনতার প্রতি প্রতিশ্রুতি এবং সোশ্যাল মিডিয়ার ভূমিকা নিয়েও কথা বলেন, যা তরুণ প্রজন্মকে তাদের অধিকারের কথা বলার সুযোগ দিয়েছে এবং দেশের বাকস্বাধীনতার সংস্কৃতিকে শক্তিশালী করেছে।

 

 

তিনি পাকিস্তানে বাংলাদেশের পণ্যের চাহিদা এবং বিশেষ করে চট্টগ্রাম ও করাচি মধ্যে শিপিং রুটের মাধ্যমে চলমান বাণিজ্য সম্পর্কের কথা উল্লেখ করেন। তিনি খাইবার পাখতুনখাওয়া অঞ্চলে বিশেষ করে স্বাস্থ্যসেবা ও শিল্প খাতে বিনিয়োগের বিশাল সুযোগের কথাও তুলে ধরেন।

 

 

এছাড়া, হাইকমিশনার বাংলাদেশের আসন্ন নির্বাচন এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন নিয়ে তার সরকারের প্রধান অগ্রাধিকার বিষয়েও কথা বলেন। তিনি পাকিস্তানের বিমানবাহিনীর প্রশংসা করেন, বিশেষ করে প্রতিরক্ষা খাতে তাদের ব্যতিক্রমী সক্ষমতার জন্য।

 

 

এই পদক্ষেপটি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্কের আরও উন্নতির সম্ভাবনা তৈরি করবে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা।

পাকিস্তানের সঙ্গে সরাসরি ফ্লাইট চালুর ঘোষণা বাংলাদেশ হাইকমিশনারের