ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১১ নভেম্বর, ২০২৪ | ২:২৮ পিএম
অনলাইন সংস্করণ
পাচার অর্থ উদ্ধারে নিয়োগ হচ্ছে আন্তর্জাতিক ল ফার্ম
১১ নভেম্বর, ২০২৪ | ২:২৮ পিএম
ছবি: সংগ্রহীত
বাংলাদেশ ব্যাংক দেশ থেকে বিভিন্ন সময়ে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারের জন্য আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদ গতকাল এ বিষয়ে নীতিগত অনুমোদন দিয়েছে, এবং শিগগিরই যোগ্য প্রতিষ্ঠান নিয়োগ করা হবে। এ কাজে প্রতিষ্ঠান নির্বাচন করতে বিশ্বব্যাংক ও যুক্তরাষ্ট্র সরকারের সহায়তা নেবে বাংলাদেশ।
এদিকে, বাংলাদেশ থেকে সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে পাচার হওয়া অর্থ ফেরানো এবং অভিবাসন ব্যয় কমানোর জন্য সিঙ্গাপুরের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। গতকাল সিঙ্গাপুরের হাইকমিশনার ডেরেক লো বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত হিসেবে তার সঙ্গে সাক্ষাৎ করেন, যেখানে অধ্যাপক ইউনূস সিঙ্গাপুরে পাচার হওয়া অর্থের বিষয়টি তুলে ধরেন।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সভাপতিত্বে পরিচালনা পর্ষদের বৈঠকে পাচার হওয়া অর্থ ফেরানো ছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। নগদ এমএফএস সেবাদাতা প্রতিষ্ঠানে ফরেনসিক অডিটর নিয়োগ, বেক্সিমকো গ্রুপে রিসিভার নিয়োগ, ব্যাংকিং খাত সংস্কারের টাস্কফোর্স অনুমোদন এবং পরিচালনা পর্ষদের অডিট কমিটি পুনর্গঠন করা হয়েছে।
জানা গেছে, যুক্তরাজ্য, কানাডা, সিঙ্গাপুর ও সংযুক্ত আরব আমিরাতসহ বেশ কিছু দেশে বাংলাদেশের বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে। এ বিষয়ে বাংলাদেশের ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ইতিমধ্যে বিভিন্ন দেশের সরকারের সঙ্গে যোগাযোগ করেছে। বিতর্কিত ব্যবসায়ী এস আলমসহ বেশ কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিষয়ে তথ্য চাওয়া হয়েছে। এখন এই অর্থ পুনরুদ্ধারের জন্য আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের মাধ্যমে একটি কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি পাচার হওয়া অর্থ ফেরাতে একটি আলাদা টাস্কফোর্স গঠন করার উদ্যোগও নেওয়া হয়েছে।