ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৫:১৩:৪০ পিএম

ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক

৩০ জানুয়ারি, ২০২৫ | ১১:৪৬ এএম

অনলাইন সংস্করণ

পাচার হওয়া অর্থ ফেরাতে ওপেন সোসাইটির সহায়তা চান প্রধান উপদেষ্টা

৩০ জানুয়ারি, ২০২৫ | ১১:৪৬ এএম

পাচার হওয়া অর্থ ফেরাতে ওপেন সোসাইটির সহায়তা চান প্রধান উপদেষ্টা

ছবি: সংগ্রহ

বাংলাদেশের অর্থনীতি পুনর্গঠন এবং গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সংস্কার বাস্তবায়নে বিদেশে পাচার করা অর্থ ফেরত আনতে ওপেন সোসাইটি ফাউন্ডেশনের কাছে সহায়তা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

 

 

বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ওপেন সোসাইটি ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যালেক্স সোরোস এবং প্রেসিডেন্ট বিনাইফার নওরোজির নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধান উপদস্তির সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে, ড. ইউনূস ফাউন্ডেশনের সহায়তায় পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধার ও বাংলাদেশের অর্থনৈতিক পুনর্গঠন প্রক্রিয়া ত্বরান্বিত করার বিষয়ে আলোচনা করেন।

 

 

অ্যালেক্স সোরোস বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বলেন, ছাত্র-নেতৃত্বাধীন গণঅভ্যুত্থান দেশের জন্য একটি বিরাট সুযোগ তৈরি করেছে। তিনি অধ্যাপক ইউনূসের নেতৃত্বে বাংলাদেশকে প্রাতিষ্ঠানিক সংস্কার ও অর্থনীতি পুনর্গঠন উদ্যোগে সমর্থন জানান।

 

 

অধ্যাপক ইউনূস ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়ে বলেন, গণঅভ্যুত্থানের খবর বিদেশে প্রচারের ক্ষেত্রে আরও বেশি পদক্ষেপ নেওয়ার জন্য ফাউন্ডেশনের প্রতি আহ্বান জানান। তিনি জানান, দাভোসে অনুষ্ঠিত তাঁর সফরের সময় তিনি লক্ষ্য করেছেন যে, জুলাই মাসের গণঅভ্যুত্থান সম্পর্কে বিশ্বের অনেক মানুষ জানেন না এবং প্রচুর বিভ্রান্তি রয়েছে।

 

 

প্রধান উপদেষ্টা আরও বলেন, শেখ হাসিনার শাসনামলে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, যা ফেরত আনার জন্য ফাউন্ডেশনকে সহায়তা করার অনুরোধ করেন। তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকার একটি বিপর্যস্ত অর্থনীতি পেয়েছে এবং পুনর্গঠন প্রক্রিয়ায় ফাউন্ডেশনের সহায়তা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

 

 

এছাড়া, বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্য ও অপতথ্য ছড়িয়ে পড়ার সমস্যা নিয়ে আলোচনা করেন ড. ইউনূস। তিনি ফাউন্ডেশনের কাছে বাংলাদেশের এলডিসি উত্তরণে সহায়তা প্রদানের জন্য তাদের ইচ্ছা প্রকাশের জন্য কৃতজ্ঞতা জানান।

 

 

এ বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন, 'কোনো সমস্যা ছাড়াই কীভাবে উত্তরণ করা যায়, তা নিয়ে আমাদের পরিকল্পনা করতে হবে।'

পাচার হওয়া অর্থ ফেরাতে ওপেন সোসাইটির সহায়তা চান প্রধান উপদেষ্টা