ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১৯ নভেম্বর, ২০২৪ | ১১:৫৯ পিএম
অনলাইন সংস্করণ
পিএফআই সিকিউরিটিজের সনদ নবায়ন স্থগিত
১৯ নভেম্বর, ২০২৪ | ১১:৫৯ পিএম
![পিএফআই সিকিউরিটিজের সনদ নবায়ন স্থগিত](https://i.vatbondhu.com/images/original-webp/2024/11/19/20241119161501_original_webp.webp)
ছবি: সংগ্রহ
পুঁজিবাজারের সদস্যভুক্ত ব্রোকারেজ হাউস পিএফআই সিকিউরিটিজের স্টক ডিলার এবং স্টক ব্রোকার রেজিস্ট্রেশন সার্টিফিকেটের (নিবন্ধন সনদ) নবায়ন স্থগিত করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। প্রতিষ্ঠানটির সমন্বিত গ্রাহক হিসেবের ঘাটতি ২৮ কোটি ১৮ লাখ টাকার বেশি থাকায় বিএসইসি এই সিদ্ধান্ত নিয়েছে।
গত ১৭ নভেম্বর, পিএফআই সিকিউরিটিজের নিবন্ধন সনদ নবায়নের জন্য প্রতিষ্ঠানটি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর মাধ্যমে আবেদন জানালেও তা গ্রহণ করা হয়নি। বিএসইসি সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটি তাদের সমন্বিত গ্রাহক হিসেবের ঘাটতি দীর্ঘদিন ধরে পূরণ করেনি, যার কারণে নিবন্ধন নবায়ন করতে অক্ষম বলে চিঠি দেওয়া হয়েছে।
এদিকে, বিএসইসি ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত কমিশন সভায় পিএফআই সিকিউরিটিজকে ঘাটতি পূরণের জন্য আরো সময় বাড়ানোর আবেদন গ্রহণ করেনি। বিএসইসি প্রতিষ্ঠানটির পরিচালকদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং তাদের ব্যাংক হিসাব থেকে টাকা উত্তোলন বন্ধ করেছে। প্রতিষ্ঠানটির বিও (বেনিফিশিয়ারি ওনারশিপ) হিসাবও অবরুদ্ধ করা হয়েছে।
পিএফআই সিকিউরিটিজের বিরুদ্ধে এই পদক্ষেপের পেছনে রয়েছে একটি দীর্ঘমেয়াদি সমস্যা। প্রতিষ্ঠানটির সমন্বিত গ্রাহক হিসেবের ঘাটতি ২৮ কোটি টাকার বেশি থাকায় বিএসইসি, ডিএসই এবং অন্যান্য নিয়ন্ত্রক সংস্থা একাধিকবার সতর্ক করলেও এটি সমাধান করা হয়নি। রাজনৈতিক পটপরিবর্তনের পর পুনর্গঠিত বিএসইসির নতুন কমিশন বর্তমানে সমন্বিত গ্রাহক হিসাবে ঘাটতি থাকা ব্রোকারেজ হাউসগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে।
বিএসইসি সূত্রে জানা গেছে, পিএফআই সিকিউরিটিজের নিবন্ধন নবায়ন বিষয়ে চিঠি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়ার পর বিএসইসি আরও বলেছে, তারা নিয়মিত মনিটরিং চালিয়ে যাবে এবং অন্য ব্রোকারেজ হাউসগুলোর অবস্থানও যাচাই করবে।
এছাড়া, গত কয়েক বছরে পুঁজিবাজারে একাধিক ব্রোকারেজ হাউসের বিরুদ্ধে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ উঠে, যার ফলে বিএসইসি আরও কঠোর ভূমিকা নিয়েছে। এর মধ্যে তামহা সিকিউরিটিজ, ক্রেস্ট সিকিউরিটিজ, বানকো সিকিউরিটিজসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা ও তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে।
বর্তমানে পিএফআই সিকিউরিটিজসহ কিছু প্রতিষ্ঠান তাদের সমন্বিত গ্রাহক হিসাবে ঘাটতি পূরণের জন্য যথাযথ পদক্ষেপ না নেওয়ায় বিএসইসি আরও কঠোর ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে।
![পিএফআই সিকিউরিটিজের সনদ নবায়ন স্থগিত](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)