ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৬:১৩:৫৬ পিএম

পুঁজিবাজারে বিনিয়োগ তহবিলের আকার ও মেয়াদ বাড়ানোর প্রস্তাব বিএসইসির

৫ ডিসেম্বর, ২০২৪ | ২:৪১ পিএম

পুঁজিবাজারে বিনিয়োগ তহবিলের আকার ও মেয়াদ বাড়ানোর প্রস্তাব বিএসইসির

ছবি: সংগ্রহ

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) পুঁজিবাজারে বিনিয়োগে ব্যাংকগুলোর জন্য নির্ধারিত ২০০ কোটি টাকার তহবিল ৩০০ কোটি টাকায় উন্নীত করার প্রস্তাব দিয়েছে। এছাড়া, এর মেয়াদ ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে আরও পাঁচ বছর বাড়ানোর সুপারিশ করা হয়েছে।

 

রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনে অনুষ্ঠিত বৈঠকে এই প্রস্তাব উত্থাপন করা হয়। বৈঠকে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক এবং বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

বিএসইসির নির্বাহী পরিচালক মো. রেজাউল করিম জানান, পুঁজিবাজারের উন্নয়ন, তারল্য সংকট নিরসন এবং বিনিয়োগকারীদের জন্য নিরাপদ পরিবেশ তৈরিতে এ প্রস্তাব করা হয়েছে। পুঁজিবাজারে তারল্য সংকট নিরসন তহবিলের আকার বাড়ানোর পাশাপাশি নেগেটিভ ইক্যুইটির সমাধানে কার্যকর উদ্যোগ। ভালো মানের সরকারি কোম্পানির তালিকাভুক্তি সরকারি মালিকানাধীন লাভজনক প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারে অন্তর্ভুক্ত করার উদ্যোগ।

 


বিনিয়োগ শিক্ষার প্রসার বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি ও দেশের বিভিন্ন স্থানে বিনিয়োগ শিক্ষা কার্যক্রম চালু।
বিনিয়োগকারীদের সুরক্ষা পুঁজিবাজারে সাধারণ বিনিয়োগকারীদের সুরক্ষায় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের পক্ষ থেকে পূর্ণ সহায়তা প্রদানের অঙ্গীকার।


বৈঠকে নাজমা মোবারক বিএসইসির ভূমিকার প্রশংসা করে বলেন, "পুঁজিবাজারের স্থিতিশীলতা ও উন্নয়নে বিএসইসি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে।"

 

বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেন, "পুঁজিবাজারের সংকট নিরসন ও উন্নয়নে সমন্বিত আর্থিক নীতি প্রয়োজন।"

 

উল্লেখ্য, ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত এই তহবিল ব্যবহারের মেয়াদ থাকলেও বিএসইসি চায় এর মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানো হোক, যাতে দীর্ঘমেয়াদি উন্নয়ন নিশ্চিত করা যায়। এই উদ্যোগের মাধ্যমে পুঁজিবাজারের সংকট মোকাবিলা এবং বিনিয়োগ পরিবেশ উন্নত করার আশা করছে বিএসইসি।

পুঁজিবাজারে বিনিয়োগ তহবিলের আকার ও মেয়াদ বাড়ানোর প্রস্তাব বিএসইসির