ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৯:৩৭:৩১ এএম

পুঁজিবাজারে শেয়ার কারসাজি রোধে ডিজিটালাইজেশনের গুরুত্ব তুলে ধরলেন বিশেষজ্ঞরা

২৬ নভেম্বর, ২০২৪ | ১:৪৭ পিএম

পুঁজিবাজারে শেয়ার কারসাজি রোধে ডিজিটালাইজেশনের গুরুত্ব তুলে ধরলেন বিশেষজ্ঞরা

ছবি: সংগ্রহীত

পুঁজিবাজারে শেয়ার কারসাজি রোধে ডিজিটালাইজেশনের গুরুত্ব তুলে ধরেছেন বিশেষজ্ঞরা। সোমবার (২৫ নভেম্বর) রাজধানীর রেডিসন ব্লু হোটেলে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) আয়োজনে "বাংলাদেশের পুঁজিবাজারের সম্ভাবনা ও চ্যালেঞ্জ" শীর্ষক এক আলোচনা সভায় তারা এই মতামত দেন।

 

 

আলোচনায় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক বলেন, ব্যাংক নির্ভরতার পরিবর্তে দীর্ঘমেয়াদী অর্থায়নের জন্য পুঁজিবাজারকে আরো সক্রিয় করতে হবে। সরকার পুঁজিবাজার উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে আইসিবিকে ৩,০০০ কোটি টাকা সহায়তা প্রদান পুঁজিবাজারে সরকারের ইতিবাচক অবস্থানকে নির্দেশ করে।

 

 

আইসিবির চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ বলেন, বাজারে প্রাইস সেনসেটিভ তথ্য সঠিকভাবে প্রকাশিত না হওয়ায় শেয়ারের মূল্য অস্বাভাবিকভাবে বাড়ছে। তিনি সুদের হার কমার সম্ভাবনার কথা উল্লেখ করে বলেন, এতে পুঁজিবাজারে বিনিয়োগ বাড়বে।

 

 

বিএসইসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিক পুঁজিবাজারে সুশাসনের অভাব এবং আইনের প্রয়োগে দুর্বলতার কথা তুলে ধরেন। তিনি আইপিওর প্রাইসিং পলিসি উন্নত করতে টাস্কফোর্স গঠনের প্রস্তাব দেন।

 

 

ডিএসইর চেয়ারম্যান মুমিনুল ইসলাম বলেন, প্রযুক্তিগত উন্নয়ন সত্ত্বেও আর্থিক প্রতিবেদন ও বাজার তথ্যের সঠিকতা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে এ বিষয়ে আরও কাজ করতে হবে।

 

 

সিএসইর চেয়ারম্যান একেএম হাবিবুর রহমান পুঁজিবাজারে তালিকাভুক্তির খরচ কমানোর পাশাপাশি আঞ্চলিক কোম্পানিগুলোকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেন।

 

 

বিএসইসির সাবেক কমিশনার আরিফ খান মিউচুয়াল ফান্ডের উন্নয়নকে বিনিয়োগকারীদের আকৃষ্ট করার একটি গুরুত্বপূর্ণ উপায় হিসেবে উল্লেখ করেন। তিনি প্রাইস সেনসেটিভ তথ্য ব্যবস্থাপনা ও আর্থিক প্রতিবেদনের মান উন্নয়নে ফরেনসিক অডিট চালুর প্রস্তাব করেন।

 

 

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জাকির হোসেন চৌধুরী পুঁজিবাজার স্থিতিশীল করতে এক্সপোজার ঝুঁকি কমানোর পাশাপাশি বাজার উন্নয়নে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা বৃদ্ধির আশ্বাস দেন।

 

 

আলোচনায় উপস্থিত বিশেষজ্ঞরা পুঁজিবাজারের উন্নয়নে ডিজিটালাইজেশন, সুশাসন এবং বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারের ওপর জোর দেন। অনুষ্ঠানে বিএসইসি, ডিএসই, সিএসই, আইসিবি এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা অংশ নেন।

পুঁজিবাজারে শেয়ার কারসাজি রোধে ডিজিটালাইজেশনের গুরুত্ব তুলে ধরলেন বিশেষজ্ঞরা