ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ১০:১১:৩৬ এএম

পুঁজিবাজারের উন্নয়ন ও সুশাসন নিশ্চিতে টাস্কফোর্সের দুই সুপারিশ

১২ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:২৭ এএম

পুঁজিবাজারের উন্নয়ন ও সুশাসন নিশ্চিতে টাস্কফোর্সের দুই সুপারিশ

ছবি: সংগ্রহ

বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়ন এবং সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে গঠিত পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্স কমিশন দুটি বিশেষ গুরুত্বপূর্ণ খসড়া সুপারিশ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে। গত সোমবার এই সুপারিশসমূহ হস্তান্তর করা হয় এবং সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

 

 

সুপারিশে, সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (মিউচ্যুয়াল ফান্ড) বিধিমালা, ২০০১ এবং মার্জিন রুলস, ১৯৯৯ এর যুগোপযোগীকরণের বিষয়ে সুপারিশ করা হয়েছে। বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার মু. মোহসিন চৌধুরী, কমিশনার মো. আলী আকবর ও কমিশনার ফারজানা লালারুখ এই সময় উপস্থিত ছিলেন।

 

 

পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্সের সুপারিশসমূহ হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) নির্বাহী ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হেলাল উদ্দিন, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টারের (বিয়াক) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কে এ এম মাজেদুর রহমান, হুদা ভাসি চৌধুরী অ্যান্ড কোম্পানির জ্যেষ্ঠ অংশীদার এ এফ এম নেসার উদ্দীন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক আল-আমিন।

 

 

পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্সের সদস্যরা একমত হন যে, সুপারিশগুলো বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের পুঁজিবাজারের সংস্কারের প্রক্রিয়া আরও দ্রুত এবং কার্যকরভাবে এগিয়ে যাবে। তারা আশা প্রকাশ করেন যে, সুপারিশসমূহের কার্যকর বাস্তবায়ন দেশের পুঁজিবাজারের টেকসই উন্নয়ন এবং সুশাসন নিশ্চিত করবে।

 

 

পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্স বর্তমানে ১৭টি মূল দায়িত্ব নিয়ে কাজ করছে এবং পরবর্তী সময়ে আরও সুপারিশ আসবে বলে জানিয়েছে। টাস্কফোর্সের সুপারিশসমূহের বাস্তবায়ন করা হলে বাংলাদেশের পুঁজিবাজারে ব্যাপক সংস্কার সাধিত হবে, যা বিনিয়োগকারীদের আস্থা ও বাজারের স্থিতিশীলতা বাড়াবে।

 

 

বিএসইসি জানায়, পুঁজিবাজার সংস্কারের জন্য সুপারিশসমূহের কার্যকর বাস্তবায়নে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে এবং ভবিষ্যতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে পুঁজিবাজার সংস্কারে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

পুঁজিবাজারের উন্নয়ন ও সুশাসন নিশ্চিতে টাস্কফোর্সের দুই সুপারিশ