ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১৮ জানুয়ারি, ২০২৫ | ৯:৪০ এএম
অনলাইন সংস্করণ
এ সম্পর্কিত আরো খবর
পেঁয়াজের বাজার ফের ঊর্ধ্বমুখী, কেজিতে বাড়ল ১০ টাকা
১৮ জানুয়ারি, ২০২৫ | ৯:৪০ এএম
![পেঁয়াজের বাজার ফের ঊর্ধ্বমুখী, কেজিতে বাড়ল ১০ টাকা](https://i.vatbondhu.com/images/original/2025/01/18/20250118093725_original.gif)
ছবি: সংগ্রহ
দেশে নতুন পেঁয়াজ ভরপুর ওঠায় নিত্যপণ্যটির দাম বেশ ক্রেতার নাগালে চলে এসেছিল। এক কেজি পেঁয়াজের দাম ৩৫-৪০ টাকায় নেমেছিল। তবে সপ্তাহ না ঘুরতেই আবার ঊর্ধ্বমুখী হচ্ছে পেঁয়াজের বাজার। এক লাফে কেজিতে ১০ টাকা বেড়ে ৫০ টাকা হয়েছে পেঁয়াজের দাম। কোনো কোনো বাজারে এর চেয়েও বেশি দামে বিক্রি হতে দেখা গেছে।
আরও পড়ুন
শুক্রবার (১৭ জানুয়ারি) রাজধানীর বেশ কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়।
বাজার ঘুরে দেখা যায়, খুচরা পর্যায়ে গতকাল প্রতি কেজি দেশি নতুন পেঁয়াজ ৫০-৬০ টাকায় বিক্রি হয়েছে। দিন দশেক আগে দাম ছিল ৪০-৪৫ টাকা। অর্থাৎ কেজিতে ১০ টাকা বেড়েছে। এ ছাড়া আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজি।
পাইকারি ও খুচরা বিক্রেতারা জানান, বাজারে এখন দেশি নতুন পেঁয়াজের সরবরাহ বেড়েছে; বিপরীতে কমেছে বিদেশ থেকে আমদানি। অন্যদিকে সরবরাহ বেশি থাকায় সম্প্রতি পেঁয়াজের দাম কমে ৪০-৫০ টাকায় নেমেছিল। তবে এতে পেঁয়াজচাষিরা তেমন লাভ পাচ্ছিলেন না। এ কারণে চাষিরা পেঁয়াজের দাম কিছুটা বাড়িয়েছেন।
- ট্যাগ সমূহঃ
- পেঁয়াজে
![পেঁয়াজের বাজার ফের ঊর্ধ্বমুখী, কেজিতে বাড়ল ১০ টাকা](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)