ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
৪ নভেম্বর, ২০২৪ | ৯:১২ এএম
অনলাইন সংস্করণ
প্রতি কেজি চাল আমদানিতে খরচ কমলো ৫ শতাংশ
৪ নভেম্বর, ২০২৪ | ৯:১২ এএম
![প্রতি কেজি চাল আমদানিতে খরচ কমলো ৫ শতাংশ](https://i.vatbondhu.com/images/original-webp/2024/11/04/20241104091208_original_webp.webp)
ছবি: সংগ্রহ
চালের সরবরাহ বাড়াতে সব ধরনের আমদানি শুল্ক, নিয়ন্ত্রণমূলক শুল্ক, আগাম কর সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। এবার অগ্রিম আয়করও ৫ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশে নামানো হয়েছে।
আরও পড়ুন
গতকাল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, বাজারে চালের সরবরাহ বাড়ানো, ভবিষ্যৎ খাদ্যনিরাপত্তা নিশ্চিত এবং মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে ও সহনীয় পর্যায়ে রাখার উদ্যোগ নিয়েছে সরকার। গত ২০ অক্টোবর চাল আমদানির ওপর শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ, নিয়ন্ত্রণমূলক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ এবং বিদ্যমান ৫ শতাংশ আগাম কর সম্পূর্ণ প্রত্যাহার করা হয়। অর্থাৎ মোট করভার ৬২.৫ শতাংশ থেকে ২৫ শতাংশ নির্ধারণ করা হয়।
এরপর গত ৩১ অক্টোবর বিশ্ববাজারে চালের মূল্যবৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে অবশিষ্ট আমদানি শুল্ক ১৫ শতাংশ, নিয়ন্ত্রণমূলক শুল্ক ৫ শতাংশ সম্পূর্ণ প্রত্যাহার এবং অগ্রিম আয়করের হার ৫ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ ধার্য করা হয়। অর্থাৎ মোট করভার ২৫ শতাংশ থেকে কমিয়ে নির্ধারণ করা হয় ২ শতাংশ। এই দুই দফা কমানোর পর চাল আমদানিতে এখন মাত্র ২ শতাংশ অগ্রিম আয়কর দিতে হবে। এছাড়া আর কোনো শুল্ককর দিতে হবে না। আমদানিতে এসব শুল্ককর প্রত্যাহার ও অগ্রিম আয়কর কমানোর কারণে প্রতি কেজি চালের আমদানি খরচ কমবে ২৫ টাকা ৪৪ পয়সা। এনবিআর আশা করছে, এতে চালের আমদানি বাড়বে, বাজারে সরবরাহ বাড়বে। তাতে খাদ্যনিরাপত্তা নিশ্চিত হবে। একই সঙ্গে চালের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে।
![প্রতি কেজি চাল আমদানিতে খরচ কমলো ৫ শতাংশ](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)