ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৭:৩৯:০৫ পিএম

প্রত্যাহার হওয়া ৫ কর্মকর্তাকে কর্মস্থলে অবস্থানের অনুমতি

২৫ জানুয়ারি, ২০২৫ | ৪:৫০ পিএম

প্রত্যাহার হওয়া ৫ কর্মকর্তাকে কর্মস্থলে অবস্থানের অনুমতি

ছবি: সংগ্রহ

বাংলাদেশ সরকার পাঁচ দেশের দূতাবাস ও হাইকমিশনে কর্মরত পাঁচ কর্মকর্তাকে পদ ও কর্মস্থল থেকে প্রত্যাহার করেছে। একই সঙ্গে তাদের দেশে ফিরে আসার নির্দেশনাও দেওয়া হয়েছে। তবে নতুন কর্মকর্তা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত তারা তাদের নিজ কর্মস্থলে অবস্থান করতে পারবেন বলে জানানো হয়েছে।

 

 

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে ৯ জানুয়ারি এই বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, এসব কর্মকর্তাকে ১৫ কার্যদিবসের মধ্যে স্বদেশ প্রত্যাবর্তনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে, তবে সংশ্লিষ্ট মিশনে নতুন কর্মকর্তা নিয়োগ প্রক্রিয়া না হওয়া পর্যন্ত তাদের কর্মস্থলে অবস্থানের অনুমতি দেওয়া হয়েছে।

 

 

যারা প্রত্যাহার হয়েছেন তারা হলেন, পাকিস্তানের ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর (প্রেস) - মো. তৈয়ব আলী, মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) - সুফি আব্দুল্লাহিল মারুফ, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশ কন্স্যুলেট জেনারেল অফিসের প্রথম সচিব (প্রেস) - মো. আরিফুর রহমান, সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব (প্রেস) - আসাদুজ্জামান খান, জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব (প্রেস) - মো. ইমরানুল হাসান।

 


এই পদক্ষেপটি নেওয়া হয়েছে নতুন কর্মকর্তাদের নিয়োগ প্রক্রিয়া শেষ হওয়ার পূর্ব পর্যন্ত। প্রজ্ঞাপনে এও জানানো হয়, সংশ্লিষ্ট কর্মকর্তাদের দেশে ফিরে আসার নির্দেশ দেওয়া হলেও তারা নতুন নিয়োগের আগ পর্যন্ত তাদের কর্মস্থলে থাকতে পারবেন।

 

 

এই পদক্ষেপের মাধ্যমে সরকারের পক্ষ থেকে বিদেশে কর্মরত বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোর কার্যক্রমে সুষ্ঠু সমন্বয় নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।

প্রত্যাহার হওয়া ৫ কর্মকর্তাকে কর্মস্থলে অবস্থানের অনুমতি