ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২৫ জুন, ২০২৪ | ১০:২০ এএম
অনলাইন সংস্করণ
প্রথম আন্তর্জাতিক জুয়েলারি মেশিনারিজ প্রদর্শনী ৪ জুলাই
২৫ জুন, ২০২৪ | ১০:২০ এএম
![প্রথম আন্তর্জাতিক জুয়েলারি মেশিনারিজ প্রদর্শনী ৪ জুলাই](https://i.vatbondhu.com/images/original-webp/2024/06/25/20240625102005_original_webp.webp)
আগামী ৪ জুলাই ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হচ্ছে আন্তর্জাতিক জুয়েলারি মেশিনারিজ প্রদর্শনী। তিন দিনের এই প্রদশনীর আয়োজক বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। বিশে^র ১০ দেশের ৩০টি প্রতিষ্ঠান প্রদর্শনীতে অংশগ্রহণ করবে। গতকাল বাজুস কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, দেশের জুয়েলারি শিল্পের উন্নয়ন ও নতুন নতুন শিল্প কারখানা স্থাপনে বিনিয়োগকারীদের উৎসাহিত করার জন্য এই প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। এই প্রদর্শনীর ফলে বিশে^র আধুনিক মেশিনারিজের সঙ্গে এই খাতের ব্যবসায়ীদের পরিচিতি ঘটবে। যার ফলে বিশে^র সঙ্গে তাল মিলিয়ে আধুনিক জুয়েলারি শিল্প কারখানা স্থাপনের সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে নতুন নতুন শিল্প কারখানা স্থাপিত হলে জুয়েলারি শিল্পের বিকাশ ও রফতানির দুয়ার উন্মোচিত হবে। আমাদের দেশের কারিগর বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক ডিজাইনের গহনা তৈরি করতে সক্ষম হবে।
প্রদর্শনীতে অংশগ্রহণ করছে ভারতের ৬টি প্রতিষ্ঠান, ইতালির ৩টি প্রতিষ্ঠান, জার্মানির ১টি ও চীনের ১টি। আর বাংলাদেশ থেকে অংশ নিচ্ছে ৫টি প্রতিষ্ঠান। এ ছাড়া সংযুক্ত আরব আমিরাত ও থাইল্যান্ড অংশগ্রহণ করছে। ৪ জুলাই থেকে অনুষ্ঠেয় প্রদর্শনী শেষ হবে ৬ জুলাই। প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রদর্শনী দর্শনার্থীদের জন উন্মুক্ত থাকবে। প্রদর্শনীতে প্রবেশের জন্য কোনো টিকেট লাগবে না। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাজুসের সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায়, মুখপাত্র ও বাজুসের কার্যনির্বাহী সদস্য ডা. দিলীপকুমার রায়সহ সভাপতি সমিত ঘোষ অপু, বাজুসের উপদেষ্টা রহুল আমিন রাসেল, কেএনসি সার্ভিসেসের প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী ক্রান্তি নাগভেকার প্রমুখ।
- ট্যাগ সমূহঃ
- জুয়েলারি
![প্রথম আন্তর্জাতিক জুয়েলারি মেশিনারিজ প্রদর্শনী ৪ জুলাই](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)