ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৬:৫৭:০১ পিএম

প্রবাসিদের জন্য বিনিয়োগের বিশাল সুযোগ দিলেন বর্তমান সরকার

৪ নভেম্বর, ২০২৪ | ১২:১২ পিএম

প্রবাসিদের জন্য বিনিয়োগের বিশাল সুযোগ দিলেন বর্তমান সরকার

ছবি: সংগ্রহ

 
প্রবাসী বাংলাদেশিদের জন্য ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ডে বিনিয়োগের ক্ষেত্রে ঊর্ধ্বসীমা প্রত্যাহার করা হয়েছে। এ সিদ্ধান্তের মাধ্যমে প্রবাসীরা যেকোনো পরিমাণ অর্থ বিনিয়োগ করতে পারবেন। এই নতুন আদেশ ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।

 

সরকারের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ গত রোববার একটি প্রজ্ঞাপন জারি করে এ তথ্য জানায়। এছাড়া, স্বয়ংক্রিয় পুনঃবিনিয়োগের সুবিধা অধিকতর যৌক্তিক করা হয়েছে, যা বিনিয়োগকারীদের জন্য সুবিধাজনক হবে।

 

নতুন সুযোগ ও সুবিধা

 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিদেশি মালিকানাধীন শিপিং বা এয়ার ওয়েজ কোম্পানিতে চাকরিরত অনিবাসী বাংলাদেশি মেরিনার, পাইলট ও কেবিন ক্রুদের জন্যও ওয়েজ আর্নার বন্ডে বিনিয়োগের সুযোগ রাখা হয়েছে। পেনশনারদের জন্য পেনশনার সঞ্চয়পত্রে ত্রৈমাসিক মুনাফার পরিবর্তে প্রতি মাসে মুনাফা দেওয়ারও বিধান করা হয়েছে।

 

বিনিয়োগের নতুন নিয়ম

 

ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ডে বিনিয়োগ করার জন্য একবার আনীত রেমিট্যান্সের অর্থ এক মেয়াদে বিনিয়োগ এবং আরও দুই মেয়াদে পুনঃবিনিয়োগের সুযোগ থাকছে, মোট ১৫ বছরের জন্য। ইউএস ডলার প্রিমিয়াম বন্ড ও ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ডের ক্ষেত্রে, যথাযথভাবে আনীত রেমিট্যান্সের অর্থ একবার বিনিয়োগ এবং আরও চারবার পুনঃবিনিয়োগের সুযোগ মিলবে।

 

অন্যদিকে পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র এবং ডাকঘর সঞ্চয় ব্যাংক- মেয়াদি হিসাবের ক্ষেত্রে মুনাফাসহ মূল বিনিয়োগ করা অর্থ পুনঃবিনিয়োগের সুবিধা থাকবে।

 

 

অভ্যন্তরীণ সম্পদ বিভাগ আশা করছে, প্রবাসী বাংলাদেশিরা এই নতুন সুবিধা গ্রহণের মাধ্যমে দেশে বেশি পরিমাণে বৈদেশিক মুদ্রা আনয়ন ও বিনিয়োগ করবে, যা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে।

 

পূর্ববর্তী নীতি

 

২০২০ সালের ৩ ডিসেম্বর কোভিড-১৯ এর প্রেক্ষাপটে ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ডসহ অন্যান্য বন্ডের বিনিয়োগসীমা নির্ধারণ করা হয়েছিল ১ কোটি টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা। তবে ২০২২ সালের ৪ এপ্রিল ইউএস ডলার প্রিমিয়াম বন্ড এবং ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ডের বিনিয়োগসীমা তুলে নেওয়া হয়েছিল।

 

নতুন এই সিদ্ধান্তের ফলে প্রবাসী বিনিয়োগকারীরা আরও বেশি সুযোগ লাভ করবেন, যা দেশের অর্থনীতির জন্য ইতিবাচক প্রভাব ফেলবে।

প্রবাসিদের জন্য বিনিয়োগের বিশাল সুযোগ দিলেন বর্তমান সরকার