ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
৪ নভেম্বর, ২০২৪ | ৪:৪৫ পিএম
অনলাইন সংস্করণ
প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে পদক্ষেপ নেওয়া হচ্ছে
৪ নভেম্বর, ২০২৪ | ৪:৪৫ পিএম
![প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে পদক্ষেপ নেওয়া হচ্ছে](https://i.vatbondhu.com/images/original-webp/2024/11/04/20241104163451_original_webp.webp)
ছবি: সংগ্রহ
প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন প্রধান। আজ সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠককালে এ তথ্য তুলে ধরেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার।
বৈঠকে নির্বাচন সংস্কার কমিশনের কাজের অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন তিনি ড. বদিউল আলম মজুমদার।
প্রধান উপদেষ্টাকে তিনি জানান, নির্বাচন সংস্কার কমিশনের পক্ষে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং অনুপস্থিত ভোটারদের জন্য পোস্টাল ব্যালট নিয়ে কাজ চলছে।
তিনি আরো জানান, জাতীয় পরিচয়পত্রের সঙ্গে ভোটার তালিকার সমন্বয় করা হচ্ছে; নির্বাচনী প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ নিশ্চিতে জোর দিচ্ছে নির্বাচন সংস্কার কমিশন। এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে; এবং ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে অংশীদারদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং পরামর্শ গ্রহণ করা হচ্ছে।
- ট্যাগ সমূহঃ
- প্রবাসীদের
- ভোটাধিকার
![প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে পদক্ষেপ নেওয়া হচ্ছে](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)