ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ২:০৮:৩৯ পিএম

প্রায় ১ শতাংশ পয়েন্ট হারিয়েছে সূচক

১৭ অক্টোবর, ২০২৪ | ৮:৫৮ এএম

প্রায় ১ শতাংশ পয়েন্ট হারিয়েছে সূচক

ছবি: সংগ্রহীত

দেশের পুঁজিবাজারে গত আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর কিছুটা গতি দেখা গিয়েছিল। কিন্তু কয়েক সপ্তাহ ধরে অস্থির দেশের শেয়ারবাজার। অধিকাংশ কোম্পানির দরপতনে বেশ কিছুদিন ধরেই লেনদেনে ভাটা পড়েছে। টানা সাত কার্যদিবস ৪০০ কোটি টাকার নিচে লেনদেন হলেও গতকাল ৩০০ কোটির নিচে নেমেছে লেনদেন। একই সঙ্গে এদিন প্রায় ১ শতাংশ পয়েন্ট হারায় সূচক। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

 


বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল লেনদেন শুরুর পর সূচক ইতিবাচক দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সূচকের নিম্নমুখিতা লক্ষ করা যায়। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স দশমিক ৯২ শতাংশ বা ৫০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩১৬ পয়েন্টে, আগের কার্যদিবসে যা ছিল ৫ হাজার ৩৬৭ পয়েন্ট। ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল দিন শেষে ১২ পয়েন্ট কমে ১ হাজার ১৮৩ পয়েন্টে অবস্থান করছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ১৯৫ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে ১৬ পয়েন্ট কমে ১ হাজার ৯৪৮ পয়েন্টে অবস্থান করছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ৯৬৪ পয়েন্ট।

 


গতকাল সূচকের পতনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে রেনাটা, ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, বীকন ফার্মা ও বেক্সিমকো ফার্মার শেয়ার। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৫টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দিন শেষে দর বেড়েছে ৫৩টির, কমেছে ৩০০টির আর অপরিবর্তিত ছিল ৪২টি সিকিউরিটিজের বাজারদর। গতকাল ডিএসইতে ২৯৬ কোটি টাকা লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসে ছিল ৩১৮ কোটি টাকা।

 

 

খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ২২ দশমিক ৯ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে ব্যাংক খাত। দ্বিতীয় সর্বোচ্চ ১৬ দশমিক ৬ শতাংশ দখলে নিয়েছে ওষুধ ও রসায়ন খাত। ১০ দশমিক ৮ শতাংশ লেনদেনের ভিত্তিতে তৃতীয় অবস্থানে রয়েছে খাদ্য ও আনুষঙ্গিক খাত। ৮ দশমিক ৩ শতাংশ লেনদেনের ভিত্তিতে চতুর্থ অবস্থানে ছিল তথ্য ও প্রযুক্তি খাত। ৮ শতাংশ লেনদেনের ভিত্তিতে পঞ্চম অবস্থানে রয়েছে বস্ত্র খাত।

 

 

গতকাল ডিএসইতে ইতিবাচক রিটার্ন এসেছিল পাট, প্রকৌশল, বিবিধ ও টেলিকম খাতে। অন্যদিকে নেতিবাচক রিটার্নে শীর্ষে ছিল সেবা, সিরামিক ও সাধারণ বীমা খাত।

 

 

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) নির্বাচিত সূচক সিএসসিএক্স গতকাল ৪৪ পয়েন্ট কমে ৯ হাজার ১০০ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৯ হাজার ১৪৪ পয়েন্ট। সিএসইর সব শেয়ারের সূচক সিএএসপিআই গতকাল ৭৫ পয়েন্ট কমে ১৪ হাজার ৯৭২ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১৫ হাজার ৪৮ পয়েন্ট।

 

 

এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২০৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৮টির, কমেছে ১৪২টির আর অপরিবর্তিত ছিল ১৯টির। গতকাল সিএসইতে ৭ কোটি ৯৬ লাখ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৮ কোটি ২১ লাখ টাকা।

প্রায় ১ শতাংশ পয়েন্ট হারিয়েছে সূচক