ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
৩ মার্চ, ২০২৫ | ১:৩৩ পিএম
অনলাইন সংস্করণ
ফেব্রুয়ারিতে এলো ২৫২ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স
৩ মার্চ, ২০২৫ | ১:৩৩ পিএম

ছবি: সংগ্রহ
দেশে সদ্য বিদায়ী ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স এসেছে ২৫২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) ৩০ হাজার ৭৪১ কোটি ৬০ লাখ টাকা। অর্থাৎ, প্রতিদিন গড়ে ৯ কোটি ৩ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।
রবিবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে জানানো হয়, গত জানুয়ারিতে দেশে এসেছিল ২১৮ কোটি ৫২ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। সেই হিসাবে ফেব্রুয়ারিতে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পেয়েছে।
গত বছরের ফেব্রুয়ারিতে রেমিট্যান্স এসেছিল ২০২ কোটি ২০ লাখ ডলার। বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২৫ শতাংশ।
এদিকে, চলতি অর্থবছরের প্রথম আট মাসে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২৩.৮ শতাংশ। জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত রেমিট্যান্স এসেছে ১ হাজার ৮৪৯ কোটি ডলার, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ১ হাজার ৪৯৩ কোটি ৫০ লাখ ডলার।
অর্থনীতিবিদরা বলছেন, প্রবাসী আয় বাড়ার এ ধারা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
