ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২৯ জানুয়ারি, ২০২৫ | ১০:২১ এএম
অনলাইন সংস্করণ
ফেব্রুয়ারির মধ্যে বেক্সিমকোর সব বকেয়া পরিশোধের সিদ্ধান্ত: শ্রম উপদেষ্টা
২৯ জানুয়ারি, ২০২৫ | ১০:২১ এএম
![ফেব্রুয়ারির মধ্যে বেক্সিমকোর সব বকেয়া পরিশোধের সিদ্ধান্ত: শ্রম উপদেষ্টা](https://i.vatbondhu.com/images/original-webp/2025/01/29/20250129102145_original_webp.webp)
ছবি: সংগ্রহ
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন, বেক্সিমকো কোম্পানি সংশ্লিষ্ট সকলের সমস্ত বকেয়া ফেব্রুয়ারির মধ্যে পরিশোধ করবে।
গতকাল মঙ্গলবার নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে কমিটির ষষ্ঠ সভা শেষে এক ব্রিফিংয়ে তিনি এই তথ্য নিশ্চিত করেন। শ্রম উপদেষ্টা জানান, বেক্সিমকো ফার্মা এবং শাইনপুকুর সিরামিক্স নামে দুটি ব্যবসা প্রতিষ্ঠান চলমান রয়েছে, এবং এই দুটি প্রতিষ্ঠানের বন্ধকি শেয়ার বিক্রি করে সংশ্লিষ্ট সবার পাওনা পরিশোধ করা হবে। তিনি আরও বলেন, "প্রয়োজনে অর্থ মন্ত্রণালয় থেকেও সহায়তা নেওয়া হতে পারে, তবে নিশ্চিতভাবে সকল পাওনা পরিশোধ করা হবে।"
এছাড়া, শেয়ার বিক্রির বিষয়টি সুষ্ঠুভাবে ঠিক করতে আগামী রোববার বাংলাদেশ স্টক এক্সচেঞ্জ কমিশন এবং ব্যাংকগুলোর সঙ্গে আলোচনা করা হবে বলেও জানান ব্রিগেডিয়ার সাখাওয়াত।
এতদিন ধরে বেক্সিমকো’র বকেয়া পরিশোধ নিয়ে নানা উদ্বেগ থাকলেও সরকারের পক্ষ থেকে এ উদ্যোগ গ্রহীত হওয়ায় শ্রমিক ও কর্মচারীরা আশাবাদী।
- ট্যাগ সমূহঃ
- ফেব্রুয়ারির
- বেক্সিমকোর
- বকেয়া
- পরিশোধের
- সিদ্ধান্ত
![ফেব্রুয়ারির মধ্যে বেক্সিমকোর সব বকেয়া পরিশোধের সিদ্ধান্ত: শ্রম উপদেষ্টা](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)