ঢাকা শনিবার, ৫ জুলাই, ২০২৫ - ১১:৩৬:৪৩ এএম

ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক

১৫ জানুয়ারি, ২০২৫ | ২:৪৮ পিএম

অনলাইন সংস্করণ

ফের খেলাপি ঋণ পুনঃতপশিলে বিশেষ সুবিধা

১৫ জানুয়ারি, ২০২৫ | ২:৪৮ পিএম

ফের খেলাপি ঋণ পুনঃতপশিলে বিশেষ সুবিধা

ছবি: সংগ্রহ

ব্যবসায়ীদের দাবির মুখে অবশেষে খেলাপি ঋণ পুনঃতপশিলে বিশেষ সুবিধা দিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। নতুন উদ্যোগের মাধ্যমে ডাউন পেমেন্টের শর্ত শিথিল, সুদ মওকুফ এবং ঋণের মেয়াদ বাড়ানোর সুযোগ দেওয়া হবে। তবে, ইচ্ছাকৃত ঋণখেলাপিরা এই সুবিধা থেকে বাদ পড়বেন।

 

 

প্রকৃত ক্ষতির মুখে পড়া ব্যবসায়ীরা, যারা সাম্প্রতিক আন্দোলন, অগ্নিকাণ্ড, করোনা বা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের জন্য ২০ কোটি টাকা বা তার বেশি ঋণের পুনঃতপশিলের সুযোগ থাকবে। এই প্রক্রিয়া স্বচ্ছভাবে পরিচালনা করতে পাঁচ সদস্যের একটি যাচাই-বাছাই কমিটি গঠন করা হয়েছে, যা ঋণ পুনঃতপশিলের আবেদন পর্যালোচনা করবে।

 

 

কমিটির নেতৃত্বে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মেজবাউল হক, এবং এতে সাবেক ব্যাংকার, অর্থনীতি বিশ্লেষক, এফবিসিসিআই, ও অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধি থাকবে। কমিটি ঋণ পুনঃতপশিলের সুবিধা দেওয়ার জন্য আবেদন গ্রহণ এবং যাচাই-বাছাই করবে, এবং প্রাথমিক বাছাইয়ের পর বাংলাদেশ ব্যাংক তাদের সুপারিশ অনুযায়ী সুবিধা কার্যকর করবে।

 

 

এদিকে, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, খেলাপি ঋণ দ্রুত বাড়ছে, যা দেশের ব্যাংকিং খাতে প্রভাব ফেলছে এবং আন্তর্জাতিক বাণিজ্য ও বিদেশি বিনিয়োগে নেতিবাচক প্রভাব সৃষ্টি করতে পারে। তাই, প্রকৃত ক্ষতিগ্রস্তদের জন্য বিশেষ সুবিধা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

 

 

পূর্ববর্তী সময়ে, বিশেষ সুবিধা দিয়ে ঋণ পুনঃতপশিলের ব্যবস্থা হলেও তা অনেক ক্ষেত্রে খেলাপি ঋণ কমাতে সক্ষম হয়নি। গত কয়েক বছরে বাংলাদেশ ব্যাংক ঋণ পুনঃতপশিলের নীতিমালায় শিথিলতা আনলেও, খেলাপি ঋণ বর্তমানে ২ লাখ ৮৪ হাজার ৯৭৭ কোটি টাকা ছাড়িয়েছে।

ফের খেলাপি ঋণ পুনঃতপশিলে বিশেষ সুবিধা