ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২৬ জুন, ২০২৪ | ১০:৭ এএম
অনলাইন সংস্করণ
বগুড়া কারাগার থেকে পালিয়েছে ফাঁসির ৪ আসামি
২৬ জুন, ২০২৪ | ১০:৭ এএম
![বগুড়া কারাগার থেকে পালিয়েছে ফাঁসির ৪ আসামি](https://i.vatbondhu.com/images/original-webp/2024/06/26/20240626100651_original_webp.webp)
বগুড়া জেলা কারাগার থেকে পালিয়েছি ফাঁসির দণ্ডপ্রাপ্ত চার আসামি। পরে তাদেরকে অভিযান চালিয়ে আবারো গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ জুন) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
এই রিপোর্ট লেখা পর্যন্ত মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামির নাম জানা যায়নি। তবে তাদের গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।\
বগুড়া জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোতাহার হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার দিবাগত রাত তিনটার পরে সেলের গ্রিল বাঁকা করে ওই চার আসামি পালিয়ে যান। তাদেরকে পরে বগুড়ার চাষীবাজার থেকে আবারো গ্রেপ্তার করা হয়েছে।
এ নিয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) স্নিগ্ধ আখতার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) বলেন, ‘বিষয়টি অনেক স্পর্শকাতর। পুলিশ সুপার এ বিষয়ে বিস্তারিত জানাবেন।’
![বগুড়া কারাগার থেকে পালিয়েছে ফাঁসির ৪ আসামি](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)