ঢাকা শুক্রবার, ৪ জুলাই, ২০২৫ - ১০:৪৮:১৪ এএম

বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম পরিবর্তন

৪ মার্চ, ২০২৫ | ১২:২০ পিএম

বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম পরিবর্তন

ছবি: সংগ্রহ

বাংলাদেশ সরকারের টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্প্রতি বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর নাম পরিবর্তন করে বাংলাদেশ স্যাটেলাইট-১ (বিএস-১) করার ঘোষণা দিয়েছে। সোমবার (৩ মার্চ) মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

 

 

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করেছেন। এরপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

 

 

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত অভ্যুত্থানের পর উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল যে, তৎকালীন সরকারের সঙ্গে জড়িত ব্যক্তিদের নামে থাকা রাষ্ট্রীয় সংস্থা, প্রতিষ্ঠান ও স্থাপনার নামকরণ বাতিল করা হবে। এই সিদ্ধান্তের ধারাবাহিকতায় বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর নাম পরিবর্তন করে বাংলাদেশ স্যাটেলাইট-১ করা হলো।

 

 

২০১৮ সালের ১১ মে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের মাধ্যমে বাংলাদেশ স্যাটেলাইট মালিক দেশের তালিকায় অন্তর্ভুক্ত হয়। এটি দেশের প্রথম যোগাযোগ ও সম্প্রচার স্যাটেলাইট, যা টেলিযোগাযোগ, সম্প্রচার এবং ডাটা সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

 

 

নাম পরিবর্তনের এই সিদ্ধান্তের ফলে স্যাটেলাইটটি এখন থেকে বাংলাদেশ স্যাটেলাইট-১ নামে পরিচিত হবে। এই পরিবর্তন দেশের মহাকাশ কার্যক্রমে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম পরিবর্তন