ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৭:০৯:৪৬ পিএম

বছরের প্রথম দিন স্বাস্থ্য কার্ড পাবেন আন্দোলনে আহতরা

১ জানুয়ারি, ২০২৫ | ১০:২৪ এএম

বছরের প্রথম দিন স্বাস্থ্য কার্ড পাবেন আন্দোলনে আহতরা

ছবি: সংগ্রহ

আজ বুধবার (১ জানুয়ারি) বিকেল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জুলাই বিপ্লবে আহত যোদ্ধাদের হাতে স্বাস্থ্য কার্ড তুলে দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

 

 

গত ১৪ নভেম্বর সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বৈঠকে আহতদের জন্য আজীবন বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করতে ইউনিক আইডি কার্ড ইস্যুর সিদ্ধান্ত নেওয়া হয়। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহতদের জন্য এ বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

 


আহত যোদ্ধারা আজীবন বিনামূল্যে চিকিৎসাসেবা পাবেন। সরকারি হাসপাতাল ও চুক্তিবদ্ধ বেসরকারি হাসপাতাল থেকে বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে। প্রতিটি সরকারি হাসপাতালে আহত যোদ্ধাদের জন্য বিশেষ বেড ডেডিকেটেড থাকবে। ঢাকার সব হাসপাতালকে একটি নেটওয়ার্কের আওতায় আনা হবে।


আহত যোদ্ধাদের সুবিধার্থে একটি সাপোর্ট সেন্টার গড়ে তোলা হবে। সেখানে স্বাস্থ্য সংক্রান্ত যেকোনো সমস্যার সমাধান দেওয়া হবে।

 


জুলাই বিপ্লবে আহত যোদ্ধাদের সম্মান জানাতে আরও কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য ডাকসু ভবনে জুলাই স্মৃতি সংগ্রহশালা প্রতিষ্ঠা। আহত যোদ্ধাদের ইউনিক আইডি কার্ড ইস্যু।


আজকের অনুষ্ঠানে স্বাস্থ্য কার্ড বিতরণ ছাড়াও জুলাই বিপ্লবের স্মৃতিচারণ এবং আহত যোদ্ধাদের সংগ্রামের প্রতি সম্মান প্রদর্শনের জন্য বিশেষ আলোচনা অনুষ্ঠিত হবে।

 


ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, "জুলাই বিপ্লব ছিল জনগণের ঐক্যবদ্ধ প্রয়াসের উদাহরণ। আহত যোদ্ধাদের ত্যাগের স্বীকৃতি দেওয়াই আমাদের এই উদ্যোগের মূল লক্ষ্য।"

 

 

এই স্বাস্থ্য কার্ড বিতরণ কার্যক্রমের মাধ্যমে আহত যোদ্ধাদের জীবনমান উন্নত করতে এবং তাদের প্রতি জাতীয় শ্রদ্ধা প্রদর্শন করতে সরকার অঙ্গীকারবদ্ধ।

বছরের প্রথম দিন স্বাস্থ্য কার্ড পাবেন আন্দোলনে আহতরা