ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ১০:৪৩:৪৫ এএম

বন্দুক নিয়ে স্কুলে যেতে পারবেন শিক্ষকরা

২৫ এপ্রিল, ২০২৪ | ২:২০ পিএম

বন্দুক নিয়ে স্কুলে যেতে পারবেন শিক্ষকরা

যুক্তরাষ্ট্রের টেনেসিতে শিক্ষকদের বন্দুক নিয়ে স্কুলে যাওয়ার অনুমোদন দিয়ে একটি বিল পাস হয়েছে। বিলটি আইনে পরিণত হলে শিক্ষকরা বন্দুক নিয়ে স্কুলে যেতে পারবেন। এক বছর আগে ন্যাশভিলের স্কুলে গুলি চালানোর ঘটনায় তিন শিশুসহ ছয়জনের মৃত্যু হয়। সেই ধারাবাহিকতায় এই সিদ্ধান্ত নেওয়া হলো।

 

ওই ব্রিটিশ সংবাদমাধ্যম জানিয়েছে, বিলটি এবার যাবে রিপাবলিকান গভর্নর বিল লির কাছে অনুমোদনের জন্য। মঙ্গলবার এই বিলটি পাস হয়েছে। সেখানে বলা হয়েছে, শিক্ষকরা স্কুলে বন্দুক নিয়ে যেতে পারবেন। তবে তা প্রকাশ্যে দেখাবেন না। আইনসভায় রিপাবলিকানদের সংখ্যাধিক্য রয়েছে। সেখানে বিলটি ৬৮-২৮ ভোটে পাস হয়েছে। বিলটি যখন পাস হচ্ছে, তখন দর্শক গ্যালারি থেকে সেøাগান দেওয়া হয়, ‘আপনাদের হাতে রক্ত লেগে থাকবে’।

 

রিপাবলিকান নেতা রিয়ান উইলিয়ামস বলেছেন, ‘একটা প্রতিরোধক তৈরি করার চেষ্টা হয়েছে। গোটা অঙ্গরাজ্যে গুলিচালনার ঘটনা থামানোর একটা চ্যালেঞ্জ রয়েছে।’

 

সব ডেমোক্র্যাট সদস্য বিলের বিরুদ্ধে ভোট দেন। বিরুদ্ধে ভোট দেন ৪ রিপাবলিকান সদস্যও।

বন্দুক নিয়ে স্কুলে যেতে পারবেন শিক্ষকরা