ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২৫ আগস্ট, ২০২৪ | ৮:৫২ এএম
অনলাইন সংস্করণ
বন্যার প্রভাবে কুমিল্লা ইপিজেডে দুইদিনের সাধারণ ছুটি ঘোষণা
২৫ আগস্ট, ২০২৪ | ৮:৫২ এএম
![বন্যার প্রভাবে কুমিল্লা ইপিজেডে দুইদিনের সাধারণ ছুটি ঘোষণা](https://i.vatbondhu.com/images/original-webp/2024/08/25/20240825085158_original_webp.webp)
ছবি: সংগ্রহীত
চলমান বন্যার প্রভাবে দুইদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে কুমিল্লা রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড)। পরিস্থিতির ওপর নির্ভর করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। গতকাল এক বৈঠক শেষে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ইপিজেডের নির্বাহী পরিচালক আবদুল্লাহ আল মাহবুব।
কুমিল্লা ইপিজেডের একটি সূত্রে জানা গেছে, শহরের কিছু অংশের পানি কুমিল্লার দক্ষিণ চর্থা এলাকা দিয়ে ইপিজেডে প্রবেশ করে। পরে তা বিমানবন্দর এলাকা দিয়ে বিজয়পুর খাল হয়ে ডাকাতিয়া নদীতে চলে যায়। কিন্তু শুক্র ও শনিবার ডাকাতিয়া নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ইপিজেড এলাকার বৃষ্টির পানি আর বের হতে পারেনি। যে কারণে ইপিজেডের অভ্যন্তরে প্রায় ৪-৫ ফুট পর্যন্ত পানি জমে গেছে।
এরই মধ্যে জিং চাং, ইউসেবিও টেক্সটাইল, গোল্ডেন চাং সুজ, বাংলাদেশ টেক্সটাইল, নেটওয়ে আউটডোরসহ কয়েকটি কারখানায় পানি প্রবেশ করেছে। যে কারণে গতকাল কর্মীরা এসে কাজ করতে অপারগতা জানালে ইপিজেড বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়। এরপর বিনিয়োগকারীদের সঙ্গে জরুরি বৈঠকে বসে কুমিল্লা ইপিজেড কর্তৃপক্ষ। পরে দুইদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
কুমিল্লা ইপিজেডের নির্বাহী পরিচালক আবদুল্লাহ আল মাহবুব বলেন, ‘শহরের কিছু অংশের পানি ইপিজেড এলাকার দুটি ড্রেন দিয়ে ডাকাতিয়া নদীতে গিয়ে মিশে। এখন উল্টো দিক থেকে পানি প্রবেশ করছে। তাই ইপিজেডের কর্মরতদের কাজে আসতে ও কাজ করতে ব্যাঘাত ঘটছে। এছাড়া এসব পানিতে যে কেউ রোগাক্রান্ত হয়ে যেতে পারে। সে কারণে বন্যা পরিস্থিতির কথা মাথায় রেখে ইনভেস্টরদের পক্ষ থেকেই আগামী দুইদিন বন্ধ রাখার সিদ্ধান্ত আসে।’
পরিস্থিতি অনুকূলে এলে আগের মতোই ইপিজেডের কার্যক্রম চলমান থাকবে বলেও আশা প্রকাশ করেছেন এ কর্মকর্তা।
![বন্যার প্রভাবে কুমিল্লা ইপিজেডে দুইদিনের সাধারণ ছুটি ঘোষণা](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)