ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১৫ নভেম্বর, ২০২৪ | ২:৪০ পিএম
অনলাইন সংস্করণ
বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে ৩ চুক্তি
১৫ নভেম্বর, ২০২৪ | ২:৪০ পিএম
![বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে ৩ চুক্তি](https://i.vatbondhu.com/images/original-webp/2024/11/15/20241115121941_original_webp.webp)
ছবি: সংগ্রহ
সম্প্রতি বাংলাদেশ এবং ব্রাজিলের মধ্যে কৃষি, প্রতিরক্ষা এবং খেলাধুলাবিষয়ক ৩টি সহযোগিতামূলক চুক্তি সম্পন্ন হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান।
তিনি বলেন, ৩টি চুক্তি ছাড়াও ব্রাজিলের সঙ্গে দ্বৈত কর, আইসিটি, অর্থনৈতিক ও বাণিজ্য সংলাপ, কৃষি গবেষণা, চিনি ও খাদ্যশিল্প, স্বাস্থ্য, বাণিজ্য, বিমান পরিষেবা, সরাসরি শিপিং পরিষেবা, কৌশলগত অধ্যয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা, প্রশমন এবং স্থিতিস্থাপকতা এবং সংস্কৃতিবিষয়ক আরও ১২টি চুক্তি আলোচনাধীন রয়েছে।
এ ছাড়া ক্ষুদ্রঋণসংক্রান্ত সহযোগিতার বিষয়ে বাংলাদেশ সম্প্রতি আর্জেন্টিনার কাছ থেকে একটি প্রস্তাব পেয়েছে। দ্বৈত কর, তুলা সম্পর্কিত সহযোগিতা, বাণিজ্য সহজীকরণের বিষয়ে আরও ৩টি চুক্তি প্রস্তাবের ওপর আজেন্টিনার সঙ্গে আলোচনা চলমান রয়েছে।
![বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে ৩ চুক্তি](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)