ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২৯ ডিসেম্বর, ২০২৪ | ১:৫৫ পিএম
অনলাইন সংস্করণ
এ সম্পর্কিত আরো খবর
বাংলাদেশ ব্যাংকের নিষেধাজ্ঞা অমান্য করে ২৫০ কোটি ঋণ দিলো ইসলামী ব্যাংক
২৯ ডিসেম্বর, ২০২৪ | ১:৫৫ পিএম
![বাংলাদেশ ব্যাংকের নিষেধাজ্ঞা অমান্য করে ২৫০ কোটি ঋণ দিলো ইসলামী ব্যাংক](https://i.vatbondhu.com/images/original-webp/2024/12/29/20241229135425_original_webp.webp)
ছবি: সংগ্রহীত
বাংলাদেশ ব্যাংকের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ইসলামী ব্যাংক সম্প্রতি ট্রু ফেব্রিকস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানকে ২৫০ কোটি টাকার ঋণ অনুমোদন দিয়েছে। ব্যাংকের নির্বাহী কমিটি এই ঋণ অনুমোদন করায় কেলেঙ্কারি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। বাংলাদেশ ব্যাংক এবং ইসলামী ব্যাংকের ঋণ অনুমোদন সংক্রান্ত নথিতে এ চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
জানা গেছে, প্রাথমিক প্রস্তাবনায় ২২৫ কোটি টাকার ঋণ অনুমোদনের কথা বলা হলেও ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. আব্দুল জলিল এই অঙ্ক বাড়িয়ে ২৫০ কোটি টাকা করেন। আরও বিস্ময়ের বিষয় হলো, প্রস্তাবিত প্রতিষ্ঠান ট্রু ফেব্রিকস লিমিটেডের বিরুদ্ধে ঋণ খেলাপির রেকর্ড থাকা সত্ত্বেও এ ঋণ অনুমোদন দেওয়া হয়।
অনুসন্ধানে জানা গেছে, মো. আব্দুল জলিল একসময় ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ছিলেন এবং পরবর্তীতে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ডিএমডি হিসেবে দায়িত্ব পালন করেন। অবসরের পর তিনি ট্রু ফেব্রিকস লিমিটেডের ব্যাংকিং পরামর্শক হিসেবে যোগ দেন। তার সুপারিশেই এ ঋণ অনুমোদন দেওয়া হয়।
বিশ্লেষকরা বলছেন, ইসলামী ব্যাংক এখনও পুরোপুরি স্থিতিশীল অবস্থায় ফিরে আসেনি। ব্যাংকটি বাংলাদেশ ব্যাংক থেকে ধার করা অর্থ দিয়ে পরিচালিত হচ্ছে এবং গ্রাহকদের আমানতের চাহিদাও পুরোপুরি পূরণ করতে পারছে না। এ অবস্থায় নতুন করে অনিয়ম শুরু হওয়া হতাশাজনক।
সংশ্লিষ্টরা এ ঘটনায় জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন। তারা মনে করেন, এমন অনিয়ম ব্যাংকিং খাতের ওপর সাধারণ মানুষের আস্থা নষ্ট করতে পারে।
এই বিষয়ে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মনিরুল মওলা এবং চেয়ারম্যান মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ কোনো মন্তব্য করতে রাজি হননি।
নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ঋণ অনুমোদনের এই ঘটনা ব্যাংকিং খাতের স্থিতিশীলতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এ ধরনের অনিয়ম বন্ধ করতে বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি। একইসঙ্গে গ্রাহকদের স্বার্থ রক্ষায় সুশাসন প্রতিষ্ঠার তাগিদ দেওয়া হয়েছে।
![বাংলাদেশ ব্যাংকের নিষেধাজ্ঞা অমান্য করে ২৫০ কোটি ঋণ দিলো ইসলামী ব্যাংক](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)