ঢাকা শনিবার, ৫ জুলাই, ২০২৫ - ৯:৩৩:৪১ পিএম

ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক

২২ ফেব্রুয়ারি, ২০২৫ | ২:৩০ পিএম

অনলাইন সংস্করণ

বাংলাদেশ ভ্রমণে পাকিস্তানিদের ‘ভিসা ক্লিয়ারেন্স’ লাগবে না

২২ ফেব্রুয়ারি, ২০২৫ | ২:৩০ পিএম

বাংলাদেশ ভ্রমণে পাকিস্তানিদের ‘ভিসা ক্লিয়ারেন্স’ লাগবে না

ছবি: সংগ্রহ

বাংলাদেশে পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসার প্রক্রিয়ায় নতুন পরিবর্তন এসেছে। এখন থেকে পাকিস্তানি নাগরিকদের ভিসার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ক্লিয়ারেন্স প্রয়োজন হবে না। সম্প্রতি বাংলাদেশ সরকার এই সিদ্ধান্ত নিয়েছে, যার ফলে পাকিস্তানি নাগরিকরা ক্লিয়ারেন্স ছাড়াই ভিসা পাবেন।

 

 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বাংলানিউজকে নিশ্চিত করেছেন যে, পূর্বে পাকিস্তানি নাগরিকদের ভিসার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ক্লিয়ারেন্স বাধ্যতামূলক ছিল, কিন্তু এই নিয়ম সম্প্রতি প্রত্যাহার করা হয়েছে। এর আগে ২০২৪ সালে পাকিস্তানি নাগরিকদের জন্য ২ হাজার ক্লিয়ারেন্স দেওয়া হয়েছিল। তবে এখন এই প্রয়োজনীয়তা উঠিয়ে নেওয়া হয়েছে, যার ফলে ভিসা প্রাপ্তির প্রক্রিয়া সহজ হয়েছে।

 

 

এদিকে, পাকিস্তানও বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করেছে। সম্প্রতি পাকিস্তান ১২৬টি দেশের নাগরিকদের জন্য ভিসা ফি মওকুফ করেছে, যার মধ্যে বাংলাদেশও রয়েছে। এতে করে দুই দেশের মধ্যে ভ্রমণ ও সম্পর্ক আরও সহজ ও সুবিধাজনক হবে।

বাংলাদেশ ভ্রমণে পাকিস্তানিদের ‘ভিসা ক্লিয়ারেন্স’ লাগবে না