ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫ - ১০:৪১:৩১ এএম

বাংলাদেশি পর্যটক না আসায় ধস নেমেছে ভারতের পর্যটন ব্যবসায়

৭ ডিসেম্বর, ২০২৪ | ১০:১৪ এএম

বাংলাদেশি পর্যটক না আসায় ধস নেমেছে ভারতের পর্যটন ব্যবসায়

ছবি: সংগ্রহ

ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশি পর্যটকদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় ব্যবসা-বাণিজ্যে চরম বিপর্যয় দেখা দিয়েছে। হোটেল, পরিবহন ও পর্যটন সংশ্লিষ্ট খাতগুলোতে লোকসানের পরিমাণ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, এ অবস্থায় দ্রুত পদক্ষেপ না নিলে বহু মানুষ পথে বসতে বাধ্য হবে।


শিলিগুড়ি উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার এবং একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। শহরটি পার্বত্য অঞ্চল ও নৈসর্গিক সৌন্দর্যের জন্য পর্যটকদের আকর্ষণ করে। পাশাপাশি, এটি শিক্ষা ও চিকিৎসা পর্যটনেরও কেন্দ্রবিন্দু। প্রতিবছর প্রচুর বাংলাদেশি নাগরিক দার্জিলিংসহ আশপাশের অঞ্চলে ভ্রমণ করতে শিলিগুড়িতে আসেন।

 

তবে বর্তমানে বাংলাদেশের সঙ্গে ভারতের কূটনৈতিক টানাপোড়েনের কারণে ভিসা ইস্যুতে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে, যা বাংলাদেশি পর্যটকদের উপস্থিতি কমিয়ে দিয়েছে। এতে করে হোটেল ব্যবসা থেকে শুরু করে বাস অপারেটরসহ সংশ্লিষ্ট সব খাতে ব্যাপক প্রভাব পড়েছে।


শিলিগুড়ির হোটেল ব্যবসায়ীরা জানাচ্ছেন, বেশিরভাগ হোটেল এখন প্রায় ফাঁকা। বাংলাদেশি পর্যটকরা তাঁদের ভ্রমণ বাতিল করায় হোটেলগুলো বড় ধরনের লোকসানের মুখে পড়ছে।

 

এক হোটেল ব্যবসায়ী বিপিন কুমার গুপ্তা বলেন, “বাংলাদেশের যে কোনো অশান্তি বা সংকট সরাসরি আমাদের ব্যবসায় প্রভাব ফেলে। শিক্ষা ও চিকিৎসা পর্যটনের ক্ষেত্রেও ক্ষতি হচ্ছে। আমরা চাই, দুই দেশের সম্পর্ক দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসুক।”


ঢাকা-শিলিগুড়ি রুটের বাস অপারেটররাও মারাত্মক সংকটে পড়েছেন। শিবপ্রসাদ ঘোষ নামে এক বাস অপারেটর জানান, “আগে বাসগুলোতে পর্যটকে ভরা থাকত। এখন গত এক সপ্তাহে একজন যাত্রীও পাইনি। আমরা চাই, দুই দেশ এই সংকট সমাধানে একসঙ্গে কাজ করুক।”


শিলিগুড়ির ব্যবসায়ীরা ভারত সরকারের কাছে দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন। তাঁদের মতে, কূটনৈতিক সম্পর্কের জটিলতার কারণে সৃষ্ট এই সংকট নিরসনে দুই দেশের যৌথ উদ্যোগ জরুরি।

 

এক হোটেল ব্যবস্থাপক বিকাশ দাস বলেন, “আমরা চাই, দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ফিরে আসুক, যাতে বাংলাদেশি পর্যটকেরা আবার এখানে আসতে পারেন।”


বাংলাদেশি পর্যটকদের অভাবে শিলিগুড়ির অর্থনীতি চাপে পড়েছে। ব্যবসায়ীরা মনে করছেন, দ্রুত উদ্যোগ নেওয়া না হলে এই পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তাই কূটনৈতিক স্তরে সমস্যা সমাধানে দুই দেশের সরকারকে একযোগে কাজ করার আহ্বান জানানো হচ্ছে।

বাংলাদেশি পর্যটক না আসায় ধস নেমেছে ভারতের পর্যটন ব্যবসায়