ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১৮ জানুয়ারি, ২০২৫ | ২:৫ পিএম
অনলাইন সংস্করণ
বাংলাদেশি ব্যবসায়ীদের পণ্যবাহী চার জাহাজ আটকে রেখেছে আরাকান আর্মি
১৮ জানুয়ারি, ২০২৫ | ২:৫ পিএম
![বাংলাদেশি ব্যবসায়ীদের পণ্যবাহী চার জাহাজ আটকে রেখেছে আরাকান আর্মি](https://i.vatbondhu.com/images/original-webp/2025/01/18/20250118140539_original_webp.webp)
ছবি: সংগ্রহ
কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর থেকে মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে আসা চারটি পণ্যবাহী জাহাজ তিন দিন ধরে আটকে রেখেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। এসব জাহাজে আনুমানিক ৩০-৪০ কোটি টাকার পণ্য রয়েছে, যা বাংলাদেশি ব্যবসায়ীদের।
আরও পড়ুন
টেকনাফ স্থলবন্দর সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এহেতাশামুল হক বাহাদুর জানান, বৃহস্পতিবার প্রথম দফায় দুটি এবং শুক্রবার অপর দুটি জাহাজ আটক করা হয়। এ জাহাজগুলো মিয়ানমারের সীমান্ত এলাকায় টেকনাফ জেটিঘাটের ওপারে আটকে রাখা হয়েছে। ব্যবসায়ীরা জানাচ্ছেন, তিন দিন ধরে এসব জাহাজ আরাকান আর্মির কাছ থেকে মুক্তি পায়নি।
এ বিষয়ে টেকনাফ স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোর্ট লিমিটেডের মহাব্যবস্থাপক মো. জসিম উদ্দিন চৌধুরী বলেন, "এখন পর্যন্ত এসব পণ্যবাহী জাহাজের বিষয়ে কোনো ছাড় পাওয়া যায়নি।"
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন জানান, "এই ঘটনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি পর্যবেক্ষণ করছে।"
এখনও পর্যন্ত মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি আটক করা জাহাজগুলোর বিষয়ে কোনো অফিসিয়াল প্রতিক্রিয়া জানায়নি।
- ট্যাগ সমূহঃ
- বাংলাদেশি
- পণ্যবাহী
- চার
- আটকে
- আরাকান আর্মি
![বাংলাদেশি ব্যবসায়ীদের পণ্যবাহী চার জাহাজ আটকে রেখেছে আরাকান আর্মি](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)