ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫ - ৪:০২:২৪ এএম

বাংলাদেশে পেঁয়াজের দাম শুল্ক প্রত্যাহার সত্ত্বেও কমছে না কেন

১১ নভেম্বর, ২০২৪ | ১০:৩৫ এএম

বাংলাদেশে পেঁয়াজের দাম শুল্ক প্রত্যাহার সত্ত্বেও  কমছে না কেন

ছবি: সংগ্রহীত

বাংলাদেশে পেঁয়াজের দাম বৃদ্ধি নিয়ে সাধারণ ভোক্তাদের মনে প্রশ্ন দেখা দিয়েছে কেন শুল্ক প্রত্যাহারের পরও মূল্য কমছে না। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গত ৬ নভেম্বর পেঁয়াজের কাস্টমস শুল্ক ও রেগুলেটরি শুল্ক মিলে মোট ১০ শতাংশের শুল্ক প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করে, যা ২০২৫ সালের ১৫ জানুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে। তবে শুল্ক প্রত্যাহারের ছয় দিন পার হলেও বাজারে পেঁয়াজের দাম এখনও আগের মতোই রয়েছে।

 

 

খাতুনগঞ্জের পাইকারি বাজারের ব্যবসায়ীরা জানান, পেঁয়াজের দাম বাড়ানো হয় মূলত আমদানিকারকদের নির্দেশনায়। তারা ফোনে যোগাযোগের মাধ্যমে দাম বাড়িয়ে দেন, যা পাইকারি বাজারে প্রভাব ফেলে। যদিও শুল্ক প্রত্যাহার করা হয়েছে, তবে নতুন শুল্কহীন পেঁয়াজ এখনো বাজারে পৌঁছায়নি। তাই বাড়তি দাম এখনো কমেনি।

 

 

বর্তমানে খাতুনগঞ্জে ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি প্রতি ১০৫ থেকে ১০৭ টাকায়, মিসরের পেঁয়াজ ৭০-৭৫ টাকায় এবং পাকিস্তানি পেঁয়াজ ৮৫-৯০ টাকায়। খুচরা বাজারে এসব পেঁয়াজের দাম ১১০-১১৫ টাকার নিচে পাওয়া যাচ্ছে না। ব্যবসায়ীদের মতে, শুল্কহীন পণ্য বাজারে এলে পেঁয়াজের দাম কমে আসতে পারে।

 

 

কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন বলেন, বাজার তদারকির অভাবে শুল্ক কমানোর পরও দাম কমছে না। আমদানিকারকরা কী দামে পণ্য কেনেন, পাইকাররা কত দামে কেনেন এবং বিক্রি করেন, এসব খতিয়ে দেখলে দামের প্রকৃত কারণ বের হবে।

বাংলাদেশে পেঁয়াজের দাম শুল্ক প্রত্যাহার সত্ত্বেও  কমছে না কেন