ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২৯ জানুয়ারি, ২০২৫ | ৯:৫৫ এএম
অনলাইন সংস্করণ
এ সম্পর্কিত আরো খবর
বাংলাদেশে বিনিয়োগের পরিকল্পনা আমিরাতের দুই শীর্ষ কোম্পানির
২৯ জানুয়ারি, ২০২৫ | ৯:৫৫ এএম
![বাংলাদেশে বিনিয়োগের পরিকল্পনা আমিরাতের দুই শীর্ষ কোম্পানির](https://i.vatbondhu.com/images/original-webp/2025/01/29/20250129093910_original_webp.webp)
ছবি: সংগ্রহ
বাংলাদেশের বন্দর ব্যবস্থাপনা, সরবরাহ চেইন এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে বড় বিনিয়োগের প্রস্তাব দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুটি শীর্ষ কোম্পানি। গতকাল মঙ্গলবার বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এই বিনিয়োগ প্রস্তাবগুলো তুলে ধরা হয়।
প্রধান উপদেষ্টা প্রস্তাবগুলোর প্রশংসা করে বলেন, “বাংলাদেশ ব্যবসার জন্য প্রস্তুত। আপনারা এখানে লোকবল আনুন এবং যেকোনো পরিমাণ প্ল্যান্ট স্থাপন করুন।”
প্রেস উইংয়ের পাঠানো বার্তায় জানানো হয়, আবুধাবি পোর্টস গ্রুপ, যে কিনা ডিপি ওয়ার্ল্ড, এপি মোলার মারস্ক এবং রেড সি গেটওয়ে টার্মিনালের পরে চতুর্থ প্রধান বন্দর পরিচালনাকারী এবং লজিস্টিক কোম্পানি, তারা বাংলাদেশের বন্দর ব্যবস্থাপনায় আগ্রহ প্রকাশ করেছে। তারা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে যৌথ উদ্যোগে কনটেইনার এবং বহুমুখী টার্মিনাল ও সুবিধাগুলোর অর্থায়ন, পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের মাধ্যমে তিনটি প্রস্তাবিত বে-টার্মিনালের উন্নয়নে অংশগ্রহণ করতে চায়।
আবুধাবি পোর্টস গ্রুপের সিইও আল মুতাওয়া বাংলাদেশি কর্তৃপক্ষের সদয় মনোভাবের প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন যে, এই বিনিয়োগ বাংলাদেশে জাহাজ চলাচল বৃদ্ধিতে সহায়তা করবে।
এছাড়া, নবায়নযোগ্য শক্তি কোম্পানি মাসদার বাংলাদেশের উপকূলে পুনরুদ্ধারকৃত জমিতে ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব করেছে। এ বিনিয়োগের মাধ্যমে ২৫০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করা হবে।
এ বিনিয়োগ প্রস্তাবগুলো বাংলাদেশে অবকাঠামো উন্নয়ন এবং নবায়নযোগ্য শক্তি খাতে বড় ধরনের উন্নতি সাধন করবে বলে আশা করা হচ্ছে।
![বাংলাদেশে বিনিয়োগের পরিকল্পনা আমিরাতের দুই শীর্ষ কোম্পানির](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)