ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ১:৪৯:০৩ পিএম

বাংলাদেশে স্যাটেলাইট ইন্টারনেট চালুর উদ্যোগ: বিটিআরসির খসড়া নির্দেশিকায় মতামত আহ্বান

১৬ নভেম্বর, ২০২৪ | ১১:১৭ এএম

বাংলাদেশে স্যাটেলাইট ইন্টারনেট চালুর উদ্যোগ: বিটিআরসির খসড়া নির্দেশিকায় মতামত আহ্বান

ছবি: সংগ্রহীত

বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) দেশের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালুর লক্ষ্যে খসড়া নির্দেশিকা চূড়ান্ত করতে জনগণের মতামত আহ্বান করেছে। ২৯ অক্টোবর প্রকাশিত এ খসড়া নির্দেশিকায় ১৮ নভেম্বরের মধ্যে মতামত দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

 

 

খসড়া নির্দেশিকা অনুযায়ী, এনজিএসও স্যাটেলাইট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে নতুন যুগের ইন্টারনেট পরিষেবা চালুর মাধ্যমে ডিজিটাল বিভাজন দূর করতে ভূমিকা রাখবে। ইলন মাস্কের স্টারলিংকসহ অন্যান্য আন্তর্জাতিক কোম্পানিগুলো এ সেবার মাধ্যমে দেশের বাজারে প্রবেশের সুযোগ পাবে।

খসড়া নির্দেশিকার মূল পয়েন্ট:

  • লাইসেন্সের শর্তাবলি:

    • ১০০% বিদেশি বিনিয়োগ, যৌথ উদ্যোগ, বা স্থানীয় কোম্পানি স্যাটেলাইট সেবা চালু করতে পারবে।
    • লাইসেন্সের মেয়াদ ৫ বছর, বার্ষিক ফি ৫০ হাজার ডলার এবং স্টেশন ফি ২০ ডলার।
  • সেবার ধরন:

    • ব্রডব্যান্ড ইন্টারনেট, ইন্ট্রানেট, ইন্টারনেট অফ থিংস (IoT), এবং মেশিন-টু-মেশিন (M2M) সংযোগ।
    • সরাসরি সম্প্রচার বা টেলিযোগাযোগ পরিষেবা চালু করা যাবে না।
  • অতিরিক্ত শর্তাবলি:

    • বার্ষিক রাজস্বের ৫.৫% বিটিআরসিকে জমা দিতে হবে।
    • ১% মহাকাশ শিল্প উন্নয়নে ব্যয় হবে।
    • স্থানীয় গেটওয়ে সিস্টেম স্থাপন বাধ্যতামূলক।

টেলিকম সেক্টরের নেতৃস্থানীয় কোম্পানিগুলো এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে অভিহিত করেছে। রবি আজিয়াটা, বাংলালিংক, এবং গ্রামীণফোনের কর্মকর্তারা স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালুর সম্ভাবনাকে স্বাগত জানিয়ে বলেন, এটি দেশের ডিজিটাল উন্নয়নে নতুন মাত্রা যোগ করবে।

 

 

কর্তৃপক্ষের বক্তব্য:

আইএসপিএবি সভাপতি মো. এমদাদুল হক জানিয়েছেন, নতুন প্রযুক্তি স্বাগত জানানো হলেও দেশের প্রয়োজন অনুযায়ী এর বাস্তবায়ন হওয়া উচিত।

বিটিআরসি আশা করছে, জনগণের মতামতের ভিত্তিতে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালুর জন্য নির্দেশিকা চূড়ান্ত করা হবে।

বাংলাদেশে স্যাটেলাইট ইন্টারনেট চালুর উদ্যোগ: বিটিআরসির খসড়া নির্দেশিকায় মতামত আহ্বান