ঢাকা শুক্রবার, ৪ জুলাই, ২০২৫ - ১১:৪১:৫৫ পিএম

বাংলাদেশে ২৯ মিলিয়ন ডলারের অর্থায়ন বাতিল করলো যুক্তরাষ্ট্র

১৬ ফেব্রুয়ারি, ২০২৫ | ২:৪৬ পিএম

বাংলাদেশে ২৯ মিলিয়ন ডলারের অর্থায়ন বাতিল করলো যুক্তরাষ্ট্র

ছবি: সংগ্রহ

বিশ্বব্যাপী বড় ধরনের আর্থিক সহায়তা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। বিশেষত, বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশের জন্য নির্ধারিত সহায়তা প্রোগ্রাম স্থগিত করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন, যার মধ্যে ইলন মাস্কের নেতৃত্বাধীন ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি (ডিওজিই) রয়েছে, এই তথ্য নিশ্চিত করেছে।

 

 

ডিওজিই জানায়, বাংলাদেশের জন্য নির্ধারিত ২৯ মিলিয়ন মার্কিন ডলারের সহায়তা কর্মসূচি বাতিল করা হয়েছে, যা দেশটির রাজনৈতিক স্থিতিশীলতা উন্নয়ন ও শক্তিশালী করার জন্য পরিকল্পিত ছিল। একইভাবে, ভারতও বাদ পড়েছে, তাদের জন্য নির্ধারিত ২১ মিলিয়ন ডলারের সহায়তা বাতিল করা হয়েছে, যার উদ্দেশ্য ছিল ভোটারদের উপস্থিতি বাড়ানো।

 

 

এছাড়া, যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তা বাতিলের তালিকায় রয়েছে মোজাম্বিক, কম্বোডিয়া, সার্বিয়া, মলদোভা, নেপাল এবং মালি। মোট ১০টি দেশের জন্য সহায়তা বাতিল করা হয়েছে। এই পদক্ষেপের পেছনে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন বাজেট কমানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে, যা তাদের সামগ্রিক বিদেশী সাহায্য নীতির অংশ।

 

 

গত ২০ জানুয়ারি, ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর প্রথম থেকেই বেশ কিছু নির্বাহী আদেশে সই করেছেন, যা অনেক ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা প্রক্রিয়ায় ব্যাপক পরিবর্তন আনে। ২৫ জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশে সব ধরনের সহায়তা কার্যক্রম স্থগিত করেছে, এবং নতুন সাহায্য অনুমোদনও বন্ধ রাখা হয়েছে।

 

 

ডিওজিই জানিয়েছে, এই সহায়তা বাতিলের পরবর্তী পদক্ষেপের ব্যাপারে আরও আলোচনা চলছে, বিশেষ করে এসব সহযোগিতা বর্তমান মার্কিন প্রশাসনের পররাষ্ট্রনীতির সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ, তা পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

বাংলাদেশে ২৯ মিলিয়ন ডলারের অর্থায়ন বাতিল করলো যুক্তরাষ্ট্র