ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫ - ১০:৫৮:৫৯ এএম

বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক সালিশি প্রক্রিয়া শুরুর হুঁশিয়ারি এস আলমের

২০ নভেম্বর, ২০২৪ | ১:০ এএম

বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক সালিশি প্রক্রিয়া শুরুর হুঁশিয়ারি এস আলমের

ছবি: সংগ্রহ

বাংলাদেশ ব্যাংক কর্তৃক এস আলম গ্রুপের বিরুদ্ধে 'হুমকির প্রচারণা' চালানোর অভিযোগ তুলে, এই শিল্পগোষ্ঠীর কর্ণধার মোহাম্মদ সাইফুল আলম দাবি করেছেন, তার আন্তর্জাতিক বিনিয়োগ চুক্তি এবং সিঙ্গাপুর নাগরিক হিসেবে মর্যাদা তাকে সুরক্ষা প্রদান করবে। এস আলম গ্রুপ এবং তার পরিবারের সদস্যরা সম্প্রতি একটি চিঠিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান মনসুরকে সতর্ক করে বলেন, তারা বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক সালিশি আদালতের দ্বারস্থ হতে পারেন।

 

এ বিষয়ে সম্প্রতি যুক্তরাজ্যের 'দ্য ফাইন্যান্সিয়াল টাইমস' পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান মনসুর শেখ হাসিনা সরকারের আমলে এস আলম গ্রুপের বিরুদ্ধে ১ লাখ ২০ হাজার কোটি টাকা (১০ বিলিয়ন ডলার) পাচারের অভিযোগ তোলেন। গভর্নর বলেন, বাংলাদেশের সরকারপ্রধানের ঘনিষ্ঠ ব্যবসায়ীরা গোয়েন্দা সংস্থার সহযোগিতায় ব্যাংক খাত থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার করেছেন, যার মধ্যে এস আলম গ্রুপ এক হাজার কোটি ডলার পাচার করেছে।

 

এস আলম গ্রুপের পক্ষ থেকে একটি চিঠি পাঠানো হয়, যেখানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান মনসুরের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়। চিঠিতে বলা হয়, গভর্নর তার বক্তব্যে এস আলম গ্রুপের বিরুদ্ধে 'ভীতি প্রদর্শনমূলক' বক্তব্য দিয়েছেন, যা ভিত্তিহীন এবং মানহানিকর।

 

এস আলম গ্রুপের আইনজীবী কুইন ইমানুয়েল উর্কুহার্ট অ্যান্ড সালিভান চিঠিতে আরও উল্লেখ করেছেন, সাইফুল আলম এবং তার পরিবারের সিঙ্গাপুর নাগরিকত্বের অধিকার রয়েছে এবং তারা আন্তর্জাতিক বিনিয়োগকারীদের অধিকার রক্ষার জন্য সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

 

এদিকে, বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, সাইফুল আলম বিদেশে বিনিয়োগের জন্য কোনো অনুমোদন নেননি এবং তার নাম বৈধ বিদেশি বিনিয়োগকারীদের তালিকায় অন্তর্ভুক্ত নয়।

 

এস আলম গ্রুপের এ চিঠি এবং আন্তর্জাতিক সালিশি আদালতে মামলা করার হুমকি শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে তাদের সবচেয়ে বড় প্রতিক্রিয়া হিসেবে দেখা হচ্ছে।

বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক সালিশি প্রক্রিয়া শুরুর হুঁশিয়ারি এস আলমের