ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১০ ডিসেম্বর, ২০২৪ | ১০:৪৭ এএম
অনলাইন সংস্করণ
এ সম্পর্কিত আরো খবর
বাংলাদেশের বেসরকারি খাতের অবকাঠামো উন্নয়নে এডিবি’র ১০ কোটি ডলার ঋণ অনুমোদন
১০ ডিসেম্বর, ২০২৪ | ১০:৪৭ এএম
![বাংলাদেশের বেসরকারি খাতের অবকাঠামো উন্নয়নে এডিবি’র ১০ কোটি ডলার ঋণ অনুমোদন](https://i.vatbondhu.com/images/original-webp/2024/12/10/20241210104412_original_webp.webp)
ছবি: সংগ্রহীত
বাংলাদেশের বেসরকারি খাতের অবকাঠামো উন্নয়নে ১০ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। এই অর্থ দেশের বেসরকারি আর্থিক ইউনিটগুলোর উন্নয়নে ব্যবহার করা হবে। সোমবার (৯ ডিসেম্বর) এডিবির ঢাকা অফিস থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) মাধ্যমে দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়নে এই অর্থায়ন সহায়তা করবে। বর্তমানে বাংলাদেশ রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্রান্তিকালের একটি রূপান্তরমূলক পর্যায় পার করছে। সরকারি খাতনির্ভর অবকাঠামো উন্নয়ন সীমিত সম্পদ এবং বাস্তবায়ন চ্যালেঞ্জের কারণে সংকটের মুখে রয়েছে।
অবকাঠামো বিনিয়োগে দীর্ঘমেয়াদি ঋণের ঘাটতি স্থানীয় বাজারে অন্যতম প্রধান বাধা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এডিবি’র এই ঋণের মাধ্যমে বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেডকে (বিআইএফএফএল) দীর্ঘমেয়াদি অর্থায়ন প্রদান করা হবে। এটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার জন্য গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্প বাস্তবায়নে সহায়তা করবে।
এডিবি’র কান্ট্রি ডিরেক্টর হো ইউন জিয়ং বলেন, "এই প্রকল্প দেশের বেসরকারি খাতে অর্থায়নের সক্ষমতাকে আরও বৃদ্ধি করবে। এটি সরকারি খাতের ওপর অর্থায়নের চাপ কমাবে এবং কর্মসংস্থান সৃষ্টির সুযোগ বাড়াবে।"
তিনি আরও জানান, "এই ঋণ পিপিপি’র মাধ্যমে টেকসই বিনিয়োগ নিশ্চিত করবে এবং জলবায়ু পরিবর্তন ও লিঙ্গ সমতার মতো বিষয়গুলোকে বিশেষভাবে গুরুত্ব দেবে। একই সঙ্গে এটি আন্তর্জাতিক বিনিয়োগকারী ও প্রযুক্তির প্রবেশের সুযোগ বাড়াবে।"
এডিবি’র এই অর্থায়ন বাংলাদেশে বেসরকারি খাতের অর্থনৈতিক ভূমিকা আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে। এটি দেশের অবকাঠামোগত ঘাটতি পূরণে এবং টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ সহায়ক হবে।
![বাংলাদেশের বেসরকারি খাতের অবকাঠামো উন্নয়নে এডিবি’র ১০ কোটি ডলার ঋণ অনুমোদন](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)