ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১২ অক্টোবর, ২০২৪ | ৯:৫৬ এএম
অনলাইন সংস্করণ
বাংলাদেশের সংস্কার উদ্যোগে জাতিসংঘের সমর্থন
১২ অক্টোবর, ২০২৪ | ৯:৫৬ এএম
![বাংলাদেশের সংস্কার উদ্যোগে জাতিসংঘের সমর্থন](https://i.vatbondhu.com/images/original-webp/2024/10/12/20241012095617_original_webp.webp)
ছবি: সংগ্রহ
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগের প্রতি সমর্থন জানিয়েছে জাতিসংঘ। গত বৃহস্পতিবার রাতে নিউইয়র্কে পররাষ্ট্রসচিব মো. জসিম উদ্দিনের সঙ্গে বৈঠককালে এই সমর্থন জানান জাতিসংঘের আন্ডারসেক্রেটারি জেনারেল ফর পলিটিক্যাল অ্যান্ড পিস বিল্ডিং অ্যাফেয়ার্স মিস রোজমেরি ডিকার্লো।
বৈঠকে পররাষ্ট্রসচিব জাতিসংঘের বলেন, শান্তি রক্ষা ও শান্তি বিনির্মাণ কার্যক্রমে বাংলাদেশের অবদান এবং দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট বিষয়েও আলোচনা করেন। পররাষ্ট্রসচিব জাতিসংঘের শান্তি রক্ষা কার্যক্রমের ঊর্ধ্বতন নীতিনির্ধারণী পর্যায়ে বাংলাদেশি নাগরিকদের প্রতিনিধিত্ব বাড়ানোর জন্য আন্ডারসেক্রেটারি জেনারেলকে অনুরোধ জানান। রোহিঙ্গা সংকট সমাধানে বৈশ্বিক মনোযোগের পাশাপাশি বৈশ্বিক পদক্ষেপের ওপর জোর দেন।
সমগ্র অঞ্চলে এই সংকট ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করে সংকট নিরসন এবং রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে মিয়ানমারে প্রত্যাবাসনে প্রয়োজনীয় ভূমিকা রাখতে জাতিসংঘের প্রতি আহবান জানান পররাষ্ট্রসচিব।
বৈঠকে আন্ডারসেক্রেটারি জেনারেল বাংলাদেশের সংস্কার উদ্যোগকে এগিয়ে নিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দেন। তিনি জাতিসংঘ শান্তি রক্ষা কার্যক্রমে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন। রোহিঙ্গা ইস্যুতে তিনি আশা প্রকাশ করেন, জাতিসংঘ মহাসচিবের নতুন বিশেষ দূত জুলি বিশপ সামগ্রিকভাবে এই সমস্যা মোকাবেলায় সব অংশীজনের সঙ্গে কাজ করে যাবেন।
![বাংলাদেশের সংস্কার উদ্যোগে জাতিসংঘের সমর্থন](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)