ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১৫ মে, ২০২৪ | ৮:৩০ পিএম
অনলাইন সংস্করণ
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন চায় যুক্তরাষ্ট্র : সালমান এফ রহমান
১৫ মে, ২০২৪ | ৮:৩০ পিএম
![বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন চায় যুক্তরাষ্ট্র : সালমান এফ রহমান](https://i.vatbondhu.com/images/original-webp/2024/05/15/20240515122326_original_webp.webp)
প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, বাংলাদেশের সাথে আমেরিকার অভ্যন্তরীণ সম্পর্ক উন্নয়নের বিষয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সঙ্গে কথা হয়েছে।
মঙ্গলবার (১৪ মে) রাতে গুলশানে ঢাকা সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সঙ্গে নৈশভোজ শেষে তিনি এ কথা জানান।
সালমান এফ রহমান বলেন, সম্পর্ক জোরদারের পাশাপাশি জলবায়ু পরিবর্তন ইস্যুসহ অনেক খাতে একসঙ্গে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র। এছাড়া র্যাবের ওপর নিষেধাজ্ঞা ইস্যু ও বঙ্গবন্ধুর পলাতক খুনিকে দেশে ফেরাতে আলোচনা হয়েছে।
ফিলিস্তিন প্রসঙ্গে কথা হলে ডোনাল্ড লু জানিয়েছেন, ফিলিস্তিন ইস্যুতে স্থায়ী সমাধান চায় মার্কিন যুক্তরাষ্ট্র উল্লেখ করেন।
এর আগে, বেলা সাড়ে ১১টার দিকে শ্রীলঙ্কা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় অবতরণ করেন ডোনাল্ড লু। বিমানবন্দরে লু’কে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা বিভাগের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলম।
![বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন চায় যুক্তরাষ্ট্র : সালমান এফ রহমান](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)